দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, খোয়াই।। পানীয় জলের সংকটে খোয়াই জাম্বুরা গ্রামের সাধারণ মানুষ বহুদিন ধরেই ভুগছিল। বারবার পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বহু স্থানে গিয়েও যখন সমস্যা সমাধান হয়নি, তখন বাধ্য হয়ে গ্রামের মানুষরা বৃহস্পতিবার রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেয়। পানীয় জলের সমস্যা নিয়ে যখন সরকারি দপ্তর গুলো শীতঘুমে, তখন সরকারের ঘুম ভাঙাতে পথে নামতে হলো গ্রামের মানুষদের।
বৃহস্পতিবার সকাল সাতটায় পানীয় জল ও বিকল পাম্প মেশিন সারাইয়ের দাবিতে মহকুমার খোয়াই ব্লকের জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের জনগন খোয়াই চাম্পাহাওর সড়ক অবরোধ করে। গত ছয় – সাত দিন ধরে জল নেই খোয়াই এর জাম্বুরা এলাকায়। জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে জল সংকট মারাত্মক আকার ধারণ করে রয়েছে বেশ কিছুদিন ধরে।জলের জন্য হাহাকার উঠেছে ওইসব ওয়ার্ডে। জানা গেছে, জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় রয়েছে একটি ডিপ টিউবওয়েল।
ডিপ টিউবয়েলের মাধ্যমে জল উত্তোলন করে পাম্প হাউসে পরিশোধনের মাধ্যমে ভূগর্ভস্থ জল পাইপ লাইনে করে সরবরাহ করা হত জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড গুলোতে। জাম্বুরা গ্রামপঞ্চায়েত এলাকার পানীয় জলের উৎস হিসেবে এই পাম্প হাউসটি গত ৬-৭ দিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে।এর কারণেই নাকি জল সরবরাহ বন্ধ। ৬-৭ দিন যাবত মিলছে না গ্রামের মানুষদের পানীয় জলের পরিষেবা। তাতে জলের অভাবে নিত্যদিনের কাজকর্ম করার ক্ষেত্রে সমস্যা তীব্র আকার ধারণ করে।তাই বাধ্য হয়ে মানুষ এদিন খোয়াই চাম্পাহাওর সড়কে পথ অবরোধ করে বসে।
অবরোধকারীরা জানান,এই সমস্যা নিয়ে স্থানীয় নেতৃত্ব, গ্রাম প্রধান এবং প্রশাসনের কর্মকর্তাদের নজরে আনা সত্ত্বেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।তাই বাধ্য হয়ে তাঁরা সড়ক অবরোধ করেন।কয়েক ঘন্টা অবরোধের ফলে যান চলাচল বিঘ্নিত হয়। দুদিকেই আটকে পড়েন কর্মব্যাস্ত মানুষজন।বাধাপ্রাপ্ত হয় সরকারি কার্যালয়ে যেতে। অবশেষে স্থানীয় শাসক দলীয় নেতা বিজয় কুমার দেবনাথ খোয়াই পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের মহকুমা আধিকারিকের সাথে কথা বলেন।পরে জাম্বুরা স্কুল সংলগ্ন পাম্প হাউজটির বিকল যন্ত্রাংশ পরিবর্তন করে সংশ্লিষ্ট দপ্তর।পাইপলাইনে জল সরবরাহ করার পর সড়ক অবরোধ প্রত্যাহৃত করে নেয় গ্রামের মানুষজন।
অনলাইন প্রতিনিধি :-জয়পুর থেকে চেন্নাই এর পথে যাচ্ছিল স্পাইসজেটের একটি বিমান। বিমানটি যখন মাঝআকাশে তখনই…
অনলাইন প্রতিনিধি :-ভূমিকম্পের ভয়াবহ ক্ষত এখনও চাপা পড়েনি। তারই মধ্যে দেশের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে বিমান…
রাজনীতিকদের লইয়া, সাংবিধানিক পদাধিকারীদের লইয়া সংবাদ মাধ্যমে কৌতুক, কার্টুন,সমালোচনা কোনও নতুন বিষয় নহে।মহাত্মা গান্ধী কোনদিনই…
অনলাইন প্রতিনিধি :-লাইনচ্যুত হয়ে গেল কামাক্ষ্যা এক্সপ্রেস। উল্টে গিয়েছে একাধিক এসি কামরা। জানা গিয়েছে, বেঙ্গালুরু…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যজুড়ে প্রচন্ডগরমের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।শনিবার থেকে আগামী তিনদিনের জন্য রাজ্যজুড়ে প্রচণ্ড…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা পুর নিগমের বর্ধিত এলাকা বিশেষ করে ৪৮, ৪৯, ৫০ এবং ৫১ নম্বর…