পানীয় জলের দাবিতে পদ্মবিলে রাস্তা অবরোধ

 পানীয় জলের দাবিতে পদ্মবিলে রাস্তা অবরোধ
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,খোয়াই।। বৃহস্পতিবার খোয়াই- আগরতলা সড়কের পদ্মবিল বাজারে স্থানীয় গ্রামের মানুষজন পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করে। সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে রাস্তা অবরোধ। রাস্তা অবরোধের ফলে উভয় পাশে শত শত গাড়ি আটকে যায়। তাতে ব্যাপক দূর্ভোগে পড়ে বহু যাত্রী। পদ্মবিলে রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসেন পদ্মবিল ডি ডাব্লিউ এসের এস ডি ও মনোরঞ্জন দেববর্মা। তিনি গাড়ির মাধ্যমে পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দিলে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় গ্রামের মানুষজন।

এ বিষয়ে ক্ষীরোদ নগর এডিসি ভিলেজের বাসিন্দারা অভিযোগ করেন, গত দেড় মাস ধরে তারা পানীয় জল পাচ্ছেন না। গ্রামে পানীয় জলের সরকারি উৎস থাকলেও তা অকেজো হয়ে পড়ে আছে। সরকারি পানীয় জলের উৎসটি সারাই না করাতে গ্রামজুড়ে পানীয় জলের সংকট দেখা দেয়। এ বিষয়ে ডি ডাব্লিউ এস কর্তৃপক্ষ জানায়, গ্রামের পানীয় জলের পাম্পটি খারাপ হয়ে থাকায় জল সরবরাহ করা যাচ্ছে না। দপ্তরের এসডিও মনোরঞ্জন দেববর্মা গ্রামবাসীদের আশ্বাস দেন যতদিন এই সরকারি উৎসটি সারাই করা না হচ্ছে ততদিন ডি ডাব্লিউ এস দপ্তর থেকে গাড়িতে করে গ্রামে তিন বেলা পানীয় জল সরবরাহ করা হবে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.