দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,খোয়াই।। বৃহস্পতিবার খোয়াই- আগরতলা সড়কের পদ্মবিল বাজারে স্থানীয় গ্রামের মানুষজন পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করে। সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে রাস্তা অবরোধ। রাস্তা অবরোধের ফলে উভয় পাশে শত শত গাড়ি আটকে যায়। তাতে ব্যাপক দূর্ভোগে পড়ে বহু যাত্রী। পদ্মবিলে রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসেন পদ্মবিল ডি ডাব্লিউ এসের এস ডি ও মনোরঞ্জন দেববর্মা। তিনি গাড়ির মাধ্যমে পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দিলে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় গ্রামের মানুষজন।
এ বিষয়ে ক্ষীরোদ নগর এডিসি ভিলেজের বাসিন্দারা অভিযোগ করেন, গত দেড় মাস ধরে তারা পানীয় জল পাচ্ছেন না। গ্রামে পানীয় জলের সরকারি উৎস থাকলেও তা অকেজো হয়ে পড়ে আছে। সরকারি পানীয় জলের উৎসটি সারাই না করাতে গ্রামজুড়ে পানীয় জলের সংকট দেখা দেয়। এ বিষয়ে ডি ডাব্লিউ এস কর্তৃপক্ষ জানায়, গ্রামের পানীয় জলের পাম্পটি খারাপ হয়ে থাকায় জল সরবরাহ করা যাচ্ছে না। দপ্তরের এসডিও মনোরঞ্জন দেববর্মা গ্রামবাসীদের আশ্বাস দেন যতদিন এই সরকারি উৎসটি সারাই করা না হচ্ছে ততদিন ডি ডাব্লিউ এস দপ্তর থেকে গাড়িতে করে গ্রামে তিন বেলা পানীয় জল সরবরাহ করা হবে।
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…
অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…
অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…
একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…