পানীয় জলের দাবিতে রাস্তায় মহিলারা!!
পানীয় জলের দাবীতে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলো অমরপুর শহর উপকন্ঠের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের এমপ্লয়িজ কলোনির প্রমীলারা। অভিযোগ, গত পনেরো দিন ধরে রাঙ্গামাটি এমপ্লয়িজ কলোনিতে পানীয়জল সরবরাহ বন্ধ হয়ে আছে। ফলে ক্ষুব্ধ এমপ্লয়িজ কলোনির প্রমীলারা সোমবার সকাল থেকে অমরপুর-অম্পিনগর ভায়া তেলিয়ামুড়া সড়কের বান্দর ঘাট রাস্তার মুখে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এতে সপ্তাহ শুরুর প্রথম দিনেই যাত্রী দুর্ভোগ চরমে উঠে। সড়কের দুই দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে। নিত্য অফিস যাত্রীদের বিড়ম্বনার শিকার হতে হয়। অভিযোগ, মেশিনের গোলযোগ ও পঞ্চায়েতের পাম্প অপারেটরের গাফিলতির কারনেই পানীয়জল সরবরাহ বন্ধ হয়ে আছে।