গত মরশুম থেকেই ভারতীয় দলের জার্সিতে তো বটেই তার সঙ্গে আইপিএলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না হার্দিক পান্ডিয়া । তাই এইবারের আইপিএলের আগে তাকে মুম্বই ছেড়ে দেওয়ার পর গুজরাট যখন তাকে নেতা হিসাবে বাছল তখন অনেকেই তাকে অধিনায়ক করা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল । কিন্তু শেষ পর্যন্ত সেই হার্দিক পান্ডিয়াই করে দেখালেন আইপিএলে । নতুন দল হিসাবে প্রথম আইপিএলে যোগ দিয়েই দলকে শিরোপা এনে দিলেন পান্ডিয়া । আর তার সঙ্গে সঙ্গে শাপমুক্তিও ঘটল তার । রবিবারের আইপিএলের ফাইনালে গুজরাট রাজস্থানকে সাত উইকেটে পরাজিত করে এইবারের আইপিএলে শিরোপা জিতে নেয় । সেই সঙ্গে ম্যাচের সেরা খেলোয়াড় হিসাবেও বিবেচিত হন পান্ডিয়া । আর এখন আইপিএলের এই শিরোপা জয়ের পর তিনি যে ক্রিকেটের এই ছোট ফর্ম্যাটে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের পরবর্তী নেতা হওয়ার তালিকাতে ঢুকে পড়লেন সেটা আর আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কিন্তু আই পি এলের শিরোপা জেতার পর এখন পরবর্তী লক্ষ্য কী হতে চলেছে পান্ডিয়ার ?
সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পান্ডিয়া জানালেন , এখন জাতীয় দলের হয়ে শিরোপা জেতাই তার কাছে মূল চ্যালেঞ্জ । গুজরাট অধিনায়কের কথায় , ভারতের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য আমাদের যা যা করতে হবে সেটা করব । আমার সেরা বের করে দেওয়ার চেষ্টা করব । আমি সব সময় নিজের দেশকেই এগিয়ে রাখি । আমার পরবর্তী লক্ষ্য খুব সহজ , ভারতীয় দলকে শিরোপা এনে দেওয়া । । ফাইনাল ম্যাচে ১১ বল বাকি সব থাকতেই জয়ের দোরগোড়াতে পৌঁছে গিয়েছিল গুজরাট টাইটান্স । হার্দিক এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চারবার শিরোপা জিতেছিলেন । কিন্তু এবারের গুজরাটের বিরুদ্ধে জয়টাকেই তিনি বেশি এগিয়ে রাখছেন । পান্ডিয়া বলেছেন , ‘ এর আগেও আমি আইপিএলে চ্যাম্পিয়ান হয়েছি । কিন্তু নেতা হিসাবে এটাই আমার প্রথম শিরোপা জয় । সেই কারণে এই জয়টা আমার কাছে বিশেষ কিছু । তবে অন্যদিক থেকে দেখতে গেলে আমি ভাগ্যবান ৷ আমি পাঁচবার আইপিএলের ফাইনাল খেলে পাঁচবারই শিরোপার জিতলাম । তবে দলের প্রত্যেক খেলোয়াড় অসাধারণ পারফরম্যান্স করেছে । এই জয়টা কোনও কিছুর সঙ্গেই তুলনা হবে না । প্রথমবার খেলেই আমরা চ্যাম্পিয়ান হলাম ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…