পান চাষিরা সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত!

 পান চাষিরা সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত!
এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যের অন্যতম একটি অর্থকরী ফসল হলো পান চাষ বলতে দ্বিধা নেই, একটা বিরাট অংশের সাধারণ মানুষ এই পান চাষকে অবলম্বন করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে চলেছেন সেই সুপ্রাচীনকাল থেকে। তেলিয়ামুড়া মহকুমার ব্রহ্মছড়া সহ বেশ কিছু এলাকায় এক সময় বিপুল পরিমাণে পান চাষ করা হতো। কিন্তু কালের বিবর্তনে কিছুটা প্রশাসনিক দুর্বলতায় আর কিছুটা প্রাকৃতিক কারণে বা যুগের দাবিতে বর্তমানে যেন অনেকটাই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই পান চাষ। কেমন আছেন তেলিয়ামুড়ার ব্রহ্মছড়া এলাকার পানচাষিরা? কিরকমই বা চলছে তাদের পান চাষ এই বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে দেখা গেল, বিগত বছরগুলোর তুলনায় এবছর বাজারে পানের সঠিক দাম না পাওয়ার কারণে ব্রহ্মছড়া এলাকার পান চাষিরা লাভের মুখ দেখতে পারছে না। এবছর একপ্রকার ক্ষতির সম্মুখীন পান চাষিরা। জানা গেছে, এই এলাকার পান চাষিরা প্রায় সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে পান চাষের সঙ্গে জড়িত। বর্তমান সময়কালে দেশের সরকার পান চাষিদের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়ন কল্পে কৃষি দপ্তরের মাধ্যমে বিভিন্নভাবে অভিনব উদ্যোগ গ্রহণ করে থাকলেও একাংশ দপ্তরের উদাসীনতার কারণে তেলিয়ামুড়া এলাকার অধিকাংশ পান চাষি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে অভিমত এলাকার কেশব ভট্ট নামে জনৈক পান চাষির। এ বিষয়ে পানচাষি জানান, এই ব্রহ্মছড়া এলাকার পান রাজ্যের বিভিন্ন বাজারে পাঠানো হয়। কিন্তু এবছর পানের বাজার ভালো না হওয়াতে বেশ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। অন্যদিকে এলাকার পানচাষিদের মধ্য থেকে দাবি উঠতে শুরু করেছে যে, সংশ্লিষ্ট দপ্তর যাতে সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ব্রহ্মছড়া এলাকার পান চাষিরা চাইছেন তাদের এই সুপ্রাচীন পান চাষকে অবলম্বন করে আগামী দিনে জীবন জীবিকা নির্বাহের পথকে সুগম করতে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.