পাবর্ত্য চট্টগ্রামে দিঘিনালায় হাঙামা, সীমান্তে টহল বৃদ্ধি!!
অনলাইন প্রতিনিধি :-পার্বত্য চট্টগ্রামের ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি ও টহলদারি চালিয়েছে বিএসএফ।সীমান্তের ওপারে হিংসা ও উত্তেজনার ঘটনার প্রেক্ষিতে সীমান্তে আলাদা সতর্কতা।বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার লার্মা স্কোয়ার বাজারে একদল দুষ্কৃতী হামলা চালায়। বাজারে আগুন লাগিয়ে দেয়।দুষ্কৃতীদের সঙ্গে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও সূত্রের সংবাদ। অতর্কিত ওই হামলায় এবং প্রতিরোধ ঘটনায় আরো বেশ
কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় সমগ্র দিঘিনালা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরাপত্তা হীনতায় আতঙ্কিত মানুষ বাড়ি ঘর ছেড়ে মহিলা ও শিশুদের নিয়ে নিরাপদ স্থানের উদ্দেশে রওনা হয়েছেন।সীমান্ত সূত্রের খবর আতঙ্কিত মানুষ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জমায়েত হয়েছে। অবস্থার প্রেক্ষিতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী টহলদারি জোরদার করা হয়েছে।সমগ্র বিষয়টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের গোচরে নেওয়া হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে।