পারিবারিক কোনও সমস্যায় মুখ্যমন্ত্রী???

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা কী কোনো পারিবারিক সমস্যায় ভুগছেন? কালীপূজার ৭ দিন আগে তিনি স্ত্রীকে নিয়ে দিল্লি গিয়েছিলেন। ওই ৭ দিন দিল্লিতে অবস্থানকালে মুখ্যমন্ত্রীর কোনো কর্মসূচী লক্ষ্য করা যায়নি।বলতে গেলে ৭ দিন দিল্লিতে একপ্রকার নিরবে কাটিয়েছেন মুখ্যমন্ত্রী ড: সাহা। মুখ্যমন্ত্রীর এই নিরবতা নিয়ে তখনও নানা জল্পনা চলেছে। এরপর স্ত্রীকে দিল্লিতে রেখেই তিনি কালীপুজোর দিন আগরতলা আসেন। দুই-তিন দিন রাজ্যে কাটিয়ে ফের তিনি দিল্লি যান। ওই সময় দিল্লি গিয়ে তিনি বিজেপি রাজ্য প্রভারী এবং উত্তর-পূর্বাঞ্চলের দলের কোর্ডিনেটর সম্বিত পাত্রার সাথে তার বাসভবনে গিয়ে মিলিত হয়েছিলেন। এছাড়া, আর কোনো কর্মসূচীতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। এরপর গত সোমবার সকালে মুখ্যমন্ত্রী দিল্লি থেকে রাজ্যে ফিরেন।বিকেলে রবীন্দ্র ভবনে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকে এদিন সন্ধ্যায় ফের মুখ্যমন্ত্রী দিল্লি উড়ে যান।এরপর দু’দিন নিরব থেকে বুধবার দেখা গেলো মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডার সাথে তার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করতে।এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘনঘন দিল্লি উড়ে যাওয়া,এবং দিল্লিতে বেশ কিছুদিন ধরে অবস্থান করা, ইত্যাদি নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। শুধু তাই নয়, এ নিয়ে বেশকিছু রহস্যও দানা বেঁধেছে।স্ত্রী যদি অসুস্থ হয়ে থাকেন, সেটাও রহস্যজনকভাবে গোপন রাখা হয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন? কেন এই গোপনীয়তা? তবে কি মুখ্যমন্ত্রী পারিবারিক কোনো গভীর সমস্যার মধ্যে আছেন?যে সমস্যার কথা তিনি রাজ্যবাসীকে জানাতে পারছেন না? আবার দিল্লিতেও তিনি অবস্থান করছেন।অন্যদিকে, মুখ্যমন্ত্রীর দীর্ঘ অনুপস্থিতির কারণে রাজ্য প্রশাসনে অচলাবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর টেবিলে ফাইলের পাহাড় জমে আছে। কোনো কাজ হচ্ছে না। একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের কাজকর্ম একপ্রকার মুখ থুবড়ে পড়েছে। এই সমস্যার সমাধান কিভাবে হবে? তা এখনই কিছু বলা যাচ্ছে না। ফলে গুঞ্জন এবং ধোঁয়াশা বেড়েই চলেছে।

Dainik Digital

Recent Posts

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

4 hours ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

13 hours ago

পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…

13 hours ago

যুদ্ধ আবহে এটিএম বন্ধের খবর সম্পূর্ণ ভূয়ো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…

22 hours ago

যুদ্ধের গন্ধ বাতাসে!!

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…

23 hours ago

দিল্লীতে কৃষি উন্নয়নে জাতীয় সম্মেলন, কেন্দ্রের কাছে রাজ্যের জোরালো দাবি উত্থাপন করলেন কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…

23 hours ago