Categories: দেশ

পার্থকে জুতো মহিলার, অর্পিতার ডেরায় ইডি

এই খবর শেয়ার করুন (Share this news)

এর আগে হাসপাতালে ঢোকা এবং বেরনোর মুখে বিস্ফোরক মন্তব্য শোনা গেছিল পার্থ চট্টোপাধ্যায়ের মুখে । অপরদিকে তার ‘ বান্ধবী ’ অর্পিতা মুখোপাধ্যায় প্রকাশ্যে কান্নাকাটি করলেও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি । মঙ্গলবার দেখা গেল ঠিক বিপরীত ‘ ছবি ’ । এদিন সকালে হাসপাতালে ঢোকার মুখে পার্থ রইলেন চুপ করে , কিন্তু চাঞ্চল্যকর দাবি করলেন অর্পিতা । অর্পিতার একাধিক ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে বিস্ময়কর ধনসম্পত্তি । সেই সূত্রে তার কাছে সাংবাদিকেরা টাকার উৎস জানতে চান । অর্পিতা সপাটে দাবি করেন , যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা তার নয় । এই দাবি অবশ্য অর্পিতা আগেও করেছিলেন সংবাদমাধ্যমের সামনে । চিৎকার – চেঁচামেচির মধ্যে এদিন তার থেকে এক কদম এগিয়ে অর্পিতা বলেন , ‘ এই টাকা আমার নয় । আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে এই টাকা আমার ঘরে ঢোকানো হয়েছে । ‘ অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার দুটি বিলাসবহুল ফ্ল্যাটে ইডির আধিকারিকেরা নগদ প্রায় ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন।সেই সঙ্গে তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে মিলেছে অন্তত সাড়ে ৪ কোটি টাকার সোনাদানা । মিলেছে ৫৬ লক্ষ টাকার বিদেশি মুদ্রা । অর্পিতার তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট হিসাবে থাকা ৩ কোটি টাকা ‘ ফ্রিজ ’ করে দেওয়া হয়েছে । ইডি সূত্রে খবর , হেফাজতে জেরার মুখেও অর্পিতা দাবি করেছেন , এই টাকা তার নয় , পার্থ চট্টোপাধ্যায় লোক মারফত তার ঘরে নিয়মিত টাকা পাঠাতেন । এমনকি যে ঘরে টাকা জমা রাখা হতো , সে ঘরে তারও প্রবেশ নাস্তি ছিল । এর আগের দিন অর্থাৎ গত রবিবার ইএসআই হাসপাতাল থেকে বেরনোর মুখে সাংবাদিকদের সামনে পার্থ দাবি করেছিলেন , উদ্ধার হওয়া টাকা তার নয় । পরপর তিন বার তিনি মন্তব্য করেছিলেন , ‘ আমার নয় , আমার নয় আমার নয় ! ’ এদিনও জোকা হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন অর্পিতা । দুদিন আগে গত শুক্রবার হাসপাতাল থেকে বেরনোর মুখেই পার্থ বলেছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার । আজ অর্পিতার মন্তব্য সম্পর্কে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন , ‘ অর্পিতার মন্তব্যে মনে হচ্ছে , কাল তিনি দাবি করতে পারেন তার ঘরে যা পাওয়া গেছে ওগুলো টাকা নয় , মুরগির বাচ্চা সংবাদমাধ্যমের সামনে একজন আসামির এই ধরনের মন্তব্যের কোনও মূল্য নেই । তাদের ( পার্থ ও অর্পিতা ) কিছু বলার থাকলে তারা আইনত আদালতে বলতেই পারেন । ‘ পার্থ অর্পিতা কাণ্ডে রাজ্য – রাজনীতি তোলপাড় হয়ে গেলেও এতদিন বিজেপির কেন্দ্রীয় স্তরে তেমন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি । তবে বাংলায় শিক্ষক দুর্নীতি নিয়ে উদ্বেগ প্ৰকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান । চিঠিতে তিনি লিখেছেন , ‘ শিক্ষকরাই সমাজের স্তম্ভ । বাংলায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তা শিক্ষার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরুৎসাহিত করবে । ‘ ২২ জুলাই পার্থ যেদিন ইডির হাতে গ্রেপ্তার হন ঘটনাচক্রে ওই দিন কলকাতায় ছিলেন ধর্মেন্দ্র । এসএসসিতে চাকরির পরীক্ষায় পাস করেও চাকরি না পেয়ে পাঁচশো দিনের উপর যে সব ‘ বঞ্চিত ’প্রার্থীরা মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে লাগাতার ধরনা দিচ্ছেন , তাদের সঙ্গে দেখাও করেছিলেন তিনি । সেদিনই তিনি আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছিলেন , তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন । ধর্মেন্দ্র অবশ্য সেটাই করলেন । তবে নবান্ন পৌঁছবার আগেই কী করে কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি সংবাদমাধ্যমের ঘরে পৌঁছে গেল , তৃণমূল তা নিয়ে পাল্টা আক্রমণ করেছে । এদিন জোকা হাসপাতালে পার্থর সঙ্গে অদ্ভুত একটি ঘটনাও ঘটে । পার্থর পাশ দিয়ে ওই হাসপাতাল থেকে হনহন করে বেরোচ্ছিলেন এক মাঝবয়সি গৃহবধূ । হঠাৎই পার্থর দিকে ধেয়ে আসে মেয়েদের পরার একপাটি জুতো । কয়েক সেকেন্ডের মধ্যে আরও একটা । কে তিনি ? ‘ ঘুষ ’ দিয়ে চাকরি না – পাওয়া কোনও প্রার্থী ? পার্থকে জুতো ছুড়লেন কেন ? রাগত স্বরে ওই মহিলা পাল্টা জবাব দেন , ‘ মালা দিয়ে ওকে বরণ করলে করলে কি আপনারা খুশি হতেন । ‘ শুভ্রা ঘোড়ুই নামে ওই মহিলা পরে জানান , তার এক নিকটাত্মীয় ইএসআই হাসপাতালে ভর্তি । তাকে দেখতে এসে চোখের সামনে পার্থকে দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারেননি । ক্রুদ্ধ ওই মহিলা বলেন , ‘ ওকে জুতো মারতে চেয়েছিলাম পেরেছি । এখন খালি পায়ে বাড়ি যাব । এত দুর্নীতি , নোংরামি বরদাস্ত করতে পারছিলাম না ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নেপালে পর পর দুটি ভূমিকম্প!!

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…

12 hours ago

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

22 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

22 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

22 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

23 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

23 hours ago