এর আগে হাসপাতালে ঢোকা এবং বেরনোর মুখে বিস্ফোরক মন্তব্য শোনা গেছিল পার্থ চট্টোপাধ্যায়ের মুখে । অপরদিকে তার ‘ বান্ধবী ’ অর্পিতা মুখোপাধ্যায় প্রকাশ্যে কান্নাকাটি করলেও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি । মঙ্গলবার দেখা গেল ঠিক বিপরীত ‘ ছবি ’ । এদিন সকালে হাসপাতালে ঢোকার মুখে পার্থ রইলেন চুপ করে , কিন্তু চাঞ্চল্যকর দাবি করলেন অর্পিতা । অর্পিতার একাধিক ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে বিস্ময়কর ধনসম্পত্তি । সেই সূত্রে তার কাছে সাংবাদিকেরা টাকার উৎস জানতে চান । অর্পিতা সপাটে দাবি করেন , যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা তার নয় । এই দাবি অবশ্য অর্পিতা আগেও করেছিলেন সংবাদমাধ্যমের সামনে । চিৎকার – চেঁচামেচির মধ্যে এদিন তার থেকে এক কদম এগিয়ে অর্পিতা বলেন , ‘ এই টাকা আমার নয় । আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে এই টাকা আমার ঘরে ঢোকানো হয়েছে । ‘ অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার দুটি বিলাসবহুল ফ্ল্যাটে ইডির আধিকারিকেরা নগদ প্রায় ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন।সেই সঙ্গে তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে মিলেছে অন্তত সাড়ে ৪ কোটি টাকার সোনাদানা । মিলেছে ৫৬ লক্ষ টাকার বিদেশি মুদ্রা । অর্পিতার তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট হিসাবে থাকা ৩ কোটি টাকা ‘ ফ্রিজ ’ করে দেওয়া হয়েছে । ইডি সূত্রে খবর , হেফাজতে জেরার মুখেও অর্পিতা দাবি করেছেন , এই টাকা তার নয় , পার্থ চট্টোপাধ্যায় লোক মারফত তার ঘরে নিয়মিত টাকা পাঠাতেন । এমনকি যে ঘরে টাকা জমা রাখা হতো , সে ঘরে তারও প্রবেশ নাস্তি ছিল । এর আগের দিন অর্থাৎ গত রবিবার ইএসআই হাসপাতাল থেকে বেরনোর মুখে সাংবাদিকদের সামনে পার্থ দাবি করেছিলেন , উদ্ধার হওয়া টাকা তার নয় । পরপর তিন বার তিনি মন্তব্য করেছিলেন , ‘ আমার নয় , আমার নয় আমার নয় ! ’ এদিনও জোকা হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন অর্পিতা । দুদিন আগে গত শুক্রবার হাসপাতাল থেকে বেরনোর মুখেই পার্থ বলেছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার । আজ অর্পিতার মন্তব্য সম্পর্কে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন , ‘ অর্পিতার মন্তব্যে মনে হচ্ছে , কাল তিনি দাবি করতে পারেন তার ঘরে যা পাওয়া গেছে ওগুলো টাকা নয় , মুরগির বাচ্চা সংবাদমাধ্যমের সামনে একজন আসামির এই ধরনের মন্তব্যের কোনও মূল্য নেই । তাদের ( পার্থ ও অর্পিতা ) কিছু বলার থাকলে তারা আইনত আদালতে বলতেই পারেন । ‘ পার্থ অর্পিতা কাণ্ডে রাজ্য – রাজনীতি তোলপাড় হয়ে গেলেও এতদিন বিজেপির কেন্দ্রীয় স্তরে তেমন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি । তবে বাংলায় শিক্ষক দুর্নীতি নিয়ে উদ্বেগ প্ৰকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান । চিঠিতে তিনি লিখেছেন , ‘ শিক্ষকরাই সমাজের স্তম্ভ । বাংলায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তা শিক্ষার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরুৎসাহিত করবে । ‘ ২২ জুলাই পার্থ যেদিন ইডির হাতে গ্রেপ্তার হন ঘটনাচক্রে ওই দিন কলকাতায় ছিলেন ধর্মেন্দ্র । এসএসসিতে চাকরির পরীক্ষায় পাস করেও চাকরি না পেয়ে পাঁচশো দিনের উপর যে সব ‘ বঞ্চিত ’প্রার্থীরা মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে লাগাতার ধরনা দিচ্ছেন , তাদের সঙ্গে দেখাও করেছিলেন তিনি । সেদিনই তিনি আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছিলেন , তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন । ধর্মেন্দ্র অবশ্য সেটাই করলেন । তবে নবান্ন পৌঁছবার আগেই কী করে কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি সংবাদমাধ্যমের ঘরে পৌঁছে গেল , তৃণমূল তা নিয়ে পাল্টা আক্রমণ করেছে । এদিন জোকা হাসপাতালে পার্থর সঙ্গে অদ্ভুত একটি ঘটনাও ঘটে । পার্থর পাশ দিয়ে ওই হাসপাতাল থেকে হনহন করে বেরোচ্ছিলেন এক মাঝবয়সি গৃহবধূ । হঠাৎই পার্থর দিকে ধেয়ে আসে মেয়েদের পরার একপাটি জুতো । কয়েক সেকেন্ডের মধ্যে আরও একটা । কে তিনি ? ‘ ঘুষ ’ দিয়ে চাকরি না – পাওয়া কোনও প্রার্থী ? পার্থকে জুতো ছুড়লেন কেন ? রাগত স্বরে ওই মহিলা পাল্টা জবাব দেন , ‘ মালা দিয়ে ওকে বরণ করলে করলে কি আপনারা খুশি হতেন । ‘ শুভ্রা ঘোড়ুই নামে ওই মহিলা পরে জানান , তার এক নিকটাত্মীয় ইএসআই হাসপাতালে ভর্তি । তাকে দেখতে এসে চোখের সামনে পার্থকে দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারেননি । ক্রুদ্ধ ওই মহিলা বলেন , ‘ ওকে জুতো মারতে চেয়েছিলাম পেরেছি । এখন খালি পায়ে বাড়ি যাব । এত দুর্নীতি , নোংরামি বরদাস্ত করতে পারছিলাম না ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…