অনলাইন প্রতিনিধি :-পাহাড়ি রেলপথ হয়ে রাজ্যে জ্বালানি তেলের ওয়াগনবাহী মালগাড়ি পৌঁছেছে রাজ্যে। পৌঁছেছে আসামের দক্ষিণাংশের শিলচরে।তবে তারপরও পাহাড়ি রেলপথ ঘিরে ভোগান্তি বন্ধ হয়নি।বিপর্যস্ত রেলপথে মেরামতির প্রয়োজনে একের পর এক ট্রেন বাতিলের ঘটনা ঘটছে। পাশাপাশি বিলম্বে ছাড়া হচ্ছে বিভিন্ন ট্রেন।দেরিতে ছাড়ার জন্য নির্দিষ্ট রাজ্যের দুই জোড়া ট্রেন রয়েছে।এই তালিকায় রয়েছে শিলচরের সঙ্গে সংযোগরক্ষাকারী দূরপাল্লার একটি এক্সপ্রেস ট্রেনও।তাছাড়া পরপর দুইদিন শিলচরের তিন জোড়া এক্সপ্রেস ট্রেন পুরোপুরি বাতিল করা হয়েছে।ফলে রাজ্যের উত্তরাংশের রেলযাত্রীরা বিপাকে পড়েছে। কারণ রাজ্যের উত্তর জেলা সদর ধর্মনগর সহ বিভিন্ন অংশে বহু যাত্রী বদরপুর জংশন স্টেশনের মাধ্যমে শিলচরভিত্তিক দূরপাল্লার ট্রেনে সওয়ার হন।
১২ও ১৩মে চলাচলের জন্য নির্দিষ্ট রাজ্যের দুই জোড়া দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে ছয় থেকে আট ঘন্টা দেরিতে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর মধ্যে রয়েছে ১২ মে সন্ধ্যা ৫-২০মিনিটে ছাড়ার জন্য নির্ধারিত আগতলা-রাণী কমলাপতি এবং বিকাল ৩ টা ১০ মিনিটে ছাড়ার জন্য নির্ধারিত আগরতলা-ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনালের মধ্যে চলাচলকারী দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন।এই দুইটি ট্রেন মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোপাল এবং মহারাষ্ট্রের রাজধানী শহর মুম্বাইয়ের সঙ্গে সংযোগ রক্ষা করে রাজধানী শহর আগরতলার। রবিবার ১২ মে এই দুইটি ট্রেনের সূচি বদল হওয়ায় বহু যাত্রী দুর্ভোগে পড়ে।এই নিয়ে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্টেশনে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
১৩মে সোমবার আগরতলা ও নয়াদিল্লীর আনন্দবিহার টার্মিনাস স্টেশনের মধ্যে চলাচলের জন্য নির্ধারিত তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেন ছাড়ার সূচিও বদল করা হয়েছে।এই ট্রেনটি বিকাল ৩-১০ মিনিটের পরিবর্তে রাত ১১-১০মিনিটে আগরতলা স্টেশন থেকে যাত্রা করবে আনন্দ বিহার টার্মিনাল স্টেশনের উদ্দেশ্যে।একই দিনের শিলচর থেকে ছাড়ার জন্য নির্দিষ্ট দূরপাল্লার একটি ট্রেনের সূচিরও পরিবর্তন হয়েছে।এই প্রবণতা দেখা দিয়েছে ২৭এপ্রিল থেকে। কারণ ২৫ এপ্রিল সকাল ১০ টায় আসামের দক্ষিণাংশের ডিমহাসাও জেলার বড়াই পাহাড় সেরা পাহাড়ি রেলপথের ঝাটিঙ্গা লামপুর ও হারেঙ্গাজাও স্টেশনের মধ্যবর্তী অংশে ১১০ ভায়া ৭ কিলোমিটার এলাকায় একটি খালি ওয়াগনবাহী মালগাড়ি বেলাইন হয়।২৬ এপ্রিল দুপুরে মালগাড়িটি রেলপথে তোলা হয়।
এই সময় থেকে বহু ট্রেন বাতিল হয়ে চলেছে।দেরিতে চলাচল করছে বেশ কিছু ট্রেন। বাড়ছে যাত্রীদুর্ভোগ ও ক্ষোভ। এই সমস্যার অবসান কবে হবে সেটাই হয়ে দাঁড়িয়েছে বড় প্রশ্ন।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…