পাহাড়ি রেলপথের মেরামতিতে বাতিল ট্রেন, যাত্রীদুর্ভোগ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পাহাড়ি রেলপথ হয়ে রাজ্যে জ্বালানি তেলের ওয়াগনবাহী মালগাড়ি পৌঁছেছে রাজ্যে। পৌঁছেছে আসামের দক্ষিণাংশের শিলচরে।তবে তারপরও পাহাড়ি রেলপথ ঘিরে ভোগান্তি বন্ধ হয়নি।বিপর্যস্ত রেলপথে মেরামতির প্রয়োজনে একের পর এক ট্রেন বাতিলের ঘটনা ঘটছে। পাশাপাশি বিলম্বে ছাড়া হচ্ছে বিভিন্ন ট্রেন।দেরিতে ছাড়ার জন্য নির্দিষ্ট রাজ্যের দুই জোড়া ট্রেন রয়েছে।এই তালিকায় রয়েছে শিলচরের সঙ্গে সংযোগরক্ষাকারী দূরপাল্লার একটি এক্সপ্রেস ট্রেনও।তাছাড়া পরপর দুইদিন শিলচরের তিন জোড়া এক্সপ্রেস ট্রেন পুরোপুরি বাতিল করা হয়েছে।ফলে রাজ্যের উত্তরাংশের রেলযাত্রীরা বিপাকে পড়েছে। কারণ রাজ্যের উত্তর জেলা সদর ধর্মনগর সহ বিভিন্ন অংশে বহু যাত্রী বদরপুর জংশন স্টেশনের মাধ্যমে শিলচরভিত্তিক দূরপাল্লার ট্রেনে সওয়ার হন।
১২ও ১৩মে চলাচলের জন্য নির্দিষ্ট রাজ্যের দুই জোড়া দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে ছয় থেকে আট ঘন্টা দেরিতে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর মধ্যে রয়েছে ১২ মে সন্ধ্যা ৫-২০মিনিটে ছাড়ার জন্য নির্ধারিত আগতলা-রাণী কমলাপতি এবং বিকাল ৩ টা ১০ মিনিটে ছাড়ার জন্য নির্ধারিত আগরতলা-ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনালের মধ্যে চলাচলকারী দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন।এই দুইটি ট্রেন মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোপাল এবং মহারাষ্ট্রের রাজধানী শহর মুম্বাইয়ের সঙ্গে সংযোগ রক্ষা করে রাজধানী শহর আগরতলার। রবিবার ১২ মে এই দুইটি ট্রেনের সূচি বদল হওয়ায় বহু যাত্রী দুর্ভোগে পড়ে।এই নিয়ে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্টেশনে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
১৩মে সোমবার আগরতলা ও নয়াদিল্লীর আনন্দবিহার টার্মিনাস স্টেশনের মধ্যে চলাচলের জন্য নির্ধারিত তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেন ছাড়ার সূচিও বদল করা হয়েছে।এই ট্রেনটি বিকাল ৩-১০ মিনিটের পরিবর্তে রাত ১১-১০মিনিটে আগরতলা স্টেশন থেকে যাত্রা করবে আনন্দ বিহার টার্মিনাল স্টেশনের উদ্দেশ্যে।একই দিনের শিলচর থেকে ছাড়ার জন্য নির্দিষ্ট দূরপাল্লার একটি ট্রেনের সূচিরও পরিবর্তন হয়েছে।এই প্রবণতা দেখা দিয়েছে ২৭এপ্রিল থেকে। কারণ ২৫ এপ্রিল সকাল ১০ টায় আসামের দক্ষিণাংশের ডিমহাসাও জেলার বড়াই পাহাড় সেরা পাহাড়ি রেলপথের ঝাটিঙ্গা লামপুর ও হারেঙ্গাজাও স্টেশনের মধ্যবর্তী অংশে ১১০ ভায়া ৭ কিলোমিটার এলাকায় একটি খালি ওয়াগনবাহী মালগাড়ি বেলাইন হয়।২৬ এপ্রিল দুপুরে মালগাড়িটি রেলপথে তোলা হয়।
এই সময় থেকে বহু ট্রেন বাতিল হয়ে চলেছে।দেরিতে চলাচল করছে বেশ কিছু ট্রেন। বাড়ছে যাত্রীদুর্ভোগ ও ক্ষোভ। এই সমস্যার অবসান কবে হবে সেটাই হয়ে দাঁড়িয়েছে বড় প্রশ্ন।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

8 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

8 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

9 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago