পাহাড়ে উন্নয়ন পরিদর্শনে রতন!!
অনলাইন প্রতিনিধি :-খোয়াই জেলার মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত নোনাছড়া এডিসি ভিলেজের তুইকল এলাকার গ্রামবাসীরা সরকারি প্রকল্প গুলি ঠিক ভাবে পাচ্ছে কিনা? তা সরেজমিনে প্রত্যক্ষ করতে এলাকা পরিদর্শন করেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। সাথে ছিলেন এলাকার বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। পাহাড়ে যেসব প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ লাইন, পাইপের মাধ্যমে পানীয়জল পৌঁছানো যায়নি, সেসব এলাকায় বসবাসকারী জনজাতিরা যাতে বিদ্যুৎ এবং পানীয়জল পায়, তার জন্য বিদ্যুৎ দপ্তর, ট্রেডার উদ্যোগে সোলার সিস্টমের মাধ্যমে বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা করেছে। সেগুলি পরিদর্শন করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। শুধু তুইকল এলাকাতেই নয়, এদিন মন্ত্রী প্রত্যন্ত দত্ত মলসুম পাড়া, কমলাছড়া ইত্যাদি এলাকাতেও গড়ে তোলা একাধিক প্রকল্প পরিদর্শন করেছেন। কথা বলেছেন এলাকার সাধারণ মানুষের সাথে। তাদের সুবিধা অসুবিধার কথা কাছ থেকে শুনেছেন। একইসাথে সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন।