পাহাড়ে নয়া রাজনৈতিক সংস্কৃতি!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ কুশপুতুল পোড়ানোর এবং কুশপুতুলকে অসম্মান করার,ঘৃনা বর্সানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। আর এই প্রতিযোগিতায় সামিল তিপ্রামথা ও শাসক দল বিজেপির জনজাতি মোর্চা। গত শুক্রবার প্রথম তিপ্রামথার কর্মী সমর্থকরা তৈদু বাজারে বিজেপি দলের সহ-সভনেত্রী পাতাল কন্যার কুশপুতুল পোড়ানোর মধ্যে প্রতিযোগিতার সূচনা করে।
পাল্টা হিসাবে রবিবার অমরপুরের থালছড়া বাজারে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্ব ও কর্মী সমর্থকরা তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের কুশপুতুলের অসম্মান করে।

ঘৃনা বর্সায় এবং শেষে আগুন লাগিয়ে কুশপুতুল পোড়ায়। থালছড়ার ঘটনার পাল্টা হিসাবে সোমবার করবুক মহকুমার তিপ্রামথার যুব ও মহিলা সংঘটনের নেতৃত্বের উপস্থিতিতেই দলের কর্মী সমর্থকরা সাংসদ রেবতী ত্রিপুরা, রাজ্যের উপজাতি কল্যান মন্ত্রী রামপদ জমাতিয়া ও বিজেপির প্রদেশ সহ- সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়ার কুশপুতুল নিয়ে করবুক বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে করবুক বাজারে সমবেত হয়। মাঝ বাজারে কুশপুতুল তিনটিকে দাঁড় করিয়ে দৃষ্টিকটু ভাবে ঘৃনাভরে চুরান্ত অসম্মান করে আগুন লাগিয়ে পোড়ায় এবং নৃত্য করে উল্লাস প্রকাশ করে।

ফলে পাহাড়ে দুই দলের কর্মী সমর্থকরা কুশপুতুল পোড়ানোর এবং কুশপুতুলকে ঘৃনা ভরে অসম্মান জানানোর যে প্রতিযোগিতা শুরু হয়েছে, সেটা কোথায় গিয়ে থামবে তা নিয়ে চিন্তিত রাজনৈতিক মহল। পাহাড়ের নূতন রাজনৈতিক সংস্কৃতি পাল্টাপাল্টি কুশপুতুল পোড়ানোর ও অসম্মান করার প্রতিযোগিতার ফল যে সূদুরপ্রসারী হবে তা বলাই বাহুল্য। অবিলম্বে ওই পাল্টাপাল্টি উস্কানি মুলক রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করার লক্ষ্যে উভয় দলের নেতৃত্বের যথাযথ পদক্ষেপ গ্রহণ বাঞ্ছনীয়। নতুবা এর মুল্য উভয় দলকেই চুকাতে হবে বলে সংশ্লিষ্ট সকলের অভিমত। 

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

50 mins ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

1 hour ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

2 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

2 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

2 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

3 hours ago