দৈনিক সংবাদ অনলাইনঃ কুশপুতুল পোড়ানোর এবং কুশপুতুলকে অসম্মান করার,ঘৃনা বর্সানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। আর এই প্রতিযোগিতায় সামিল তিপ্রামথা ও শাসক দল বিজেপির জনজাতি মোর্চা। গত শুক্রবার প্রথম তিপ্রামথার কর্মী সমর্থকরা তৈদু বাজারে বিজেপি দলের সহ-সভনেত্রী পাতাল কন্যার কুশপুতুল পোড়ানোর মধ্যে প্রতিযোগিতার সূচনা করে।
পাল্টা হিসাবে রবিবার অমরপুরের থালছড়া বাজারে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্ব ও কর্মী সমর্থকরা তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের কুশপুতুলের অসম্মান করে।
ঘৃনা বর্সায় এবং শেষে আগুন লাগিয়ে কুশপুতুল পোড়ায়। থালছড়ার ঘটনার পাল্টা হিসাবে সোমবার করবুক মহকুমার তিপ্রামথার যুব ও মহিলা সংঘটনের নেতৃত্বের উপস্থিতিতেই দলের কর্মী সমর্থকরা সাংসদ রেবতী ত্রিপুরা, রাজ্যের উপজাতি কল্যান মন্ত্রী রামপদ জমাতিয়া ও বিজেপির প্রদেশ সহ- সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়ার কুশপুতুল নিয়ে করবুক বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে করবুক বাজারে সমবেত হয়। মাঝ বাজারে কুশপুতুল তিনটিকে দাঁড় করিয়ে দৃষ্টিকটু ভাবে ঘৃনাভরে চুরান্ত অসম্মান করে আগুন লাগিয়ে পোড়ায় এবং নৃত্য করে উল্লাস প্রকাশ করে।
ফলে পাহাড়ে দুই দলের কর্মী সমর্থকরা কুশপুতুল পোড়ানোর এবং কুশপুতুলকে ঘৃনা ভরে অসম্মান জানানোর যে প্রতিযোগিতা শুরু হয়েছে, সেটা কোথায় গিয়ে থামবে তা নিয়ে চিন্তিত রাজনৈতিক মহল। পাহাড়ের নূতন রাজনৈতিক সংস্কৃতি পাল্টাপাল্টি কুশপুতুল পোড়ানোর ও অসম্মান করার প্রতিযোগিতার ফল যে সূদুরপ্রসারী হবে তা বলাই বাহুল্য। অবিলম্বে ওই পাল্টাপাল্টি উস্কানি মুলক রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করার লক্ষ্যে উভয় দলের নেতৃত্বের যথাযথ পদক্ষেপ গ্রহণ বাঞ্ছনীয়। নতুবা এর মুল্য উভয় দলকেই চুকাতে হবে বলে সংশ্লিষ্ট সকলের অভিমত।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…