পাহাড়ে মথায় ধ্বস নামালো বিজেপি!!
অনলাইন প্রতিনিধি :-আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন শাসক দলে যোগদানের হিরিক পড়েছে।
প্রতিদিনই এখন রাজ্যের নানা স্হানে যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের ৩০ নং বুথ রিয়াং শরণার্থী ক্যাম্প এলাকা ব্রুহা পাড়াতে ১৫৮ পরিবারের ৪৬০ জন এবং দলের ধলাই জেলা কার্যালয় আমবাসাতে ১৮৬ পরিবারের ৫৬৭ জন ভোটার বিজেপি দলে সামিল হয়।দুটি যোগদান সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক ভগবান দাস, বিধায়ক মনোজ কান্তি দেব, এমডিসি সঞ্জীব রিয়াং সহ আরও অনেকে। দুটি সভায় ৩৪৬ পরিবারের মোট ১১২৭ ভোটার এদিন বিজেপি দলে শামিল হয়।