পাহাড় চুইয়ে পড়া জলেই জীবন!!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি ||
পানীয়জল সংকটের ভয়াবহতায় ভুগছে রাজ্যের একাংশ পাহাড়ি এলাকার জনগন। জলের জন্য নিত্যদিন সংগ্রাম করতে হয় তাদের! পাহাড় চুয়ে পড়া জলেই তাদের জীবন চলে। এই জলই তাদের একমাত্র সম্বল! জীবন যন্ত্রনার এই বাস্তবতার ছবি, স্বশাসিত জেলা পরিষদের অধীন এবং ২৯ কৃষ্ণপুর বিধানসভার মুঙ্গিয়াকামি আর.ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত তুইকল পাড়া এলাকার।
এই প্রত্যন্ত তুইকল পাড়া এলাকায় প্রায় ৪০ টি জনজাতি রিয়াং পরিবারের বসবাস। এমনিতেই এই পরিবারগুলো দৈনন্দিন জীবন জীবিকা নির্বাহে নানাহ সমস্যার সম্মুখীন। স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও ওই পরিবারগুলির আজও জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি। আজও সেই বাঁশবেতের তৈরি জড়াজীর্ণ টংঘরেই জীবন যাপন করতে হয়। তাদের ভাগ্যে জোটেনা সরকারি ঘর। কিন্তু যে সমস্যার জন্য তাদের নিত্যদিন কঠিন সংগ্রাম চালিয়ে যেতে হয়, তা হচ্ছে জল। এক ফোটা জলের জন্য পাহাড়বাসীর হাহাকার চলছেই। একটা সময় মুঙ্গিয়াকামি আর.ডি ব্লক প্রশাসনের পক্ষ থেকে তুইকল পাড়া এলাকায় প্রতিদিন গাড়িযোগে পানীয় জল পাঠানো হতো। বর্তমানে তা বন্ধ বলে জানা যায়। ফলে তুইকল পাড়া এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বিশাল আকার পাহাড় চুয়ে পড়া অপরিষ্কার অপরিচ্ছন্ন জলই বর্তমানে তুইকল পাড়ার জনজাতি মানুষজনদের জীবন বাঁচিয়ে রাখার একমাত্র উপায়। এই অস্বাস্থ্যকর জলেই তাদের সব কিছু চলে। এর ফলে প্রতিনিয়ত ভয়ানক জল বাহিত নানা রোগের শিকার হচ্ছেন তুইকল পাড়ার শূন্য থেকে আশি সকলেই। জানা যায়, তাদের এই সমস্যাটির ব্যাপারে স্থানীয় মুঙ্গিয়াকামি আর.ডি প্রশাসনও ভালোভাবেই অবগত রয়েছেন। কিন্তু ব্লক প্রশাসনের তরফ থেকে এই সমস্যার সমাধানে কোন সদর্থক ভূমিকা নেই বলে অভিযোগ এলাকাবাসীর। অথচ জনজাতি উন্নয়নের প্রচারে কান ঝালাপালা হয়ে যাওয়ার অবস্থা।