ভোটের মরশুম শুরু হয়েছে। এই বছর হচ্ছে নয় রাজ্যের বিধানসভা ভোট।প্রথম পর্বে বিজেপি সম্পূর্ণভাবে সফলতা পেয়েছে। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের তিন রাজ্যেই এনডিএ জোটের সরকার গঠিত। বস্তুত উত্তর পূর্ব ভারতের মানচিত্র অনেকটাই গেরুয়াময় এখন। এবার সমতল।মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক। তারপর মিজোরাম। আর তারপর আসছে ফাইনাল। অর্থাৎ লোকসভা ভোট। আর এই গোটা পর্বে অন্যতম প্রধান টার্গেট হলো মধ্যবিত্ত। গোটা দেশের মধ্যবিত্ত শ্রেণি সবথেকে বেশি অর্থনীতি চালাতে সহায়তা করে। কারণ তারাই ট্যাক্স দেয়। তারাই সবথেকে বেশি ভোগ্য ও নিত্যপণ্যের ক্রয়বিক্রয়ে যুক্ত। অর্থাৎ আর্থিক লেনদেনের সঙ্গে মধ্যবিত্তের হাতে টাকা থাকা ও না থাকার সম্পর্ক অত্যন্ত জুরুরি।এই অবস্থায় মধ্যবিত্তকে খুশি করার প্রক্রিয়া এই বছরই প্রথম থেকে শুরু করেছে মোদি সরকার। বাজেটেই সেই প্রমাণ পাওয়া গিয়েছে।আয়করে একঝাঁক সুসংবাদ দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।আর এবার সেই প্রবণতা যে অব্যাহত থাকবে সেটাই প্রমাণ ও প্রচার করতে মরিয়া কেন্দ্র।এই মাসের শেষেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফাণ্ডের সুদের নতুন হার নির্ধারণ করা হবে। জানা যাচ্ছে, মধ্যবিত্তকে সন্তুষ্ট করতে এই মাসের অছি পরিষদের বৈঠকে ইপিএফের সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রবল।৮শতাংশের সীমানা ছাড়িয়ে আবার সাড়ে আট শতাংশ করার পক্ষে জোরদার সওয়াল করেছে- কর্মী সংগঠনগুলি।যদিও অর্থমন্ত্রকের পক্ষ থেকে মনে করা হচ্ছে, এই ত্রৈমাসিক এই হার বিশেষ হেরফের হবে না।আগামীদিনে হবে। নতুন আর্থিক বছর শুরু হওয়ার পর যখন পরিলক্ষিত হবে নতুন ইপিএফ যোগদানের সংখ্যা তথা প্রবণতা কতটা বাড়ছে, সেই সময় সেই বৃদ্ধিহারের সঙ্গে সঙ্গতি রেখেই বাড়ানো হবে ইপিএফ হার। তাই আপাতত ৮ থেকে ৮.১ শতাংশই থাকবে। কিন্তু অন্য একটি সূত্র জানাচ্ছে, এখনই বাড়ানোর রাজনৈতিক কুশলতা বেশি বলে মনে করছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। কারণ আয়করে যে ঘোষণা করা হয়েছিল সেখানে সরকারী প্রকল্পে টাকা সঞ্চয় করা কিংবা লগ্নির সম্ভাবনা কমে যাচ্ছে তাই ইপিএফে যদি আরও বাড়ানো যায় সুদের হার, তাহলে সঞ্চয় বাড়বে এবং একইসঙ্গে পেনশন পাওয়ার পরিমাণ বাড়বে। এই বৈঠকেই আলোচনা করা হবে সর্বোচ্চ পেনশন ১৫ হাজার টাকার বেশি সীমানায় নিয়ে যাওয়া হবে কিনা । এই দাবিও দীর্ঘদিনের।ঠিক একইভাবে মার্চের শেষে সিদ্ধান্ত নেওয়া হবে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদ নিয়ে। সম্ভবত এই সুদের হারও বাড়তে চলেছে।
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…
পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…
অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…
অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…