Categories: দেশ

পিএফে বাড়তে পারে সুদের হার!

এই খবর শেয়ার করুন (Share this news)

ভোটের মরশুম শুরু হয়েছে। এই বছর হচ্ছে নয় রাজ্যের বিধানসভা ভোট।প্রথম পর্বে বিজেপি সম্পূর্ণভাবে সফলতা পেয়েছে। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের তিন রাজ্যেই এনডিএ জোটের সরকার গঠিত। বস্তুত উত্তর পূর্ব ভারতের মানচিত্র অনেকটাই গেরুয়াময় এখন। এবার সমতল।মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক। তারপর মিজোরাম। আর তারপর আসছে ফাইনাল। অর্থাৎ লোকসভা ভোট। আর এই গোটা পর্বে অন্যতম প্রধান টার্গেট হলো মধ্যবিত্ত। গোটা দেশের মধ্যবিত্ত শ্রেণি সবথেকে বেশি অর্থনীতি চালাতে সহায়তা করে। কারণ তারাই ট্যাক্স দেয়। তারাই সবথেকে বেশি ভোগ্য ও নিত্যপণ্যের ক্রয়বিক্রয়ে যুক্ত। অর্থাৎ আর্থিক লেনদেনের সঙ্গে মধ্যবিত্তের হাতে টাকা থাকা ও না থাকার সম্পর্ক অত্যন্ত জুরুরি।এই অবস্থায় মধ্যবিত্তকে খুশি করার প্রক্রিয়া এই বছরই প্রথম থেকে শুরু করেছে মোদি সরকার। বাজেটেই সেই প্রমাণ পাওয়া গিয়েছে।আয়করে একঝাঁক সুসংবাদ দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।আর এবার সেই প্রবণতা যে অব্যাহত থাকবে সেটাই প্রমাণ ও প্রচার করতে মরিয়া কেন্দ্র।এই মাসের শেষেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফাণ্ডের সুদের নতুন হার নির্ধারণ করা হবে। জানা যাচ্ছে, মধ্যবিত্তকে সন্তুষ্ট করতে এই মাসের অছি পরিষদের বৈঠকে ইপিএফের সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রবল।৮শতাংশের সীমানা ছাড়িয়ে আবার সাড়ে আট শতাংশ করার পক্ষে জোরদার সওয়াল করেছে- কর্মী সংগঠনগুলি।যদিও অর্থমন্ত্রকের পক্ষ থেকে মনে করা হচ্ছে, এই ত্রৈমাসিক এই হার বিশেষ হেরফের হবে না।আগামীদিনে হবে। নতুন আর্থিক বছর শুরু হওয়ার পর যখন পরিলক্ষিত হবে নতুন ইপিএফ যোগদানের সংখ্যা তথা প্রবণতা কতটা বাড়ছে, সেই সময় সেই বৃদ্ধিহারের সঙ্গে সঙ্গতি রেখেই বাড়ানো হবে ইপিএফ হার। তাই আপাতত ৮ থেকে ৮.১ শতাংশই থাকবে। কিন্তু অন্য একটি সূত্র জানাচ্ছে, এখনই বাড়ানোর রাজনৈতিক কুশলতা বেশি বলে মনে করছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। কারণ আয়করে যে ঘোষণা করা হয়েছিল সেখানে সরকারী প্রকল্পে টাকা সঞ্চয় করা কিংবা লগ্নির সম্ভাবনা কমে যাচ্ছে তাই ইপিএফে যদি আরও বাড়ানো যায় সুদের হার, তাহলে সঞ্চয় বাড়বে এবং একইসঙ্গে পেনশন পাওয়ার পরিমাণ বাড়বে। এই বৈঠকেই আলোচনা করা হবে সর্বোচ্চ পেনশন ১৫ হাজার টাকার বেশি সীমানায় নিয়ে যাওয়া হবে কিনা । এই দাবিও দীর্ঘদিনের।ঠিক একইভাবে মার্চের শেষে সিদ্ধান্ত নেওয়া হবে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদ নিয়ে। সম্ভবত এই সুদের হারও বাড়তে চলেছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

5 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago