পিতাপুত্র একসাথে ড্রাগস ব্যাসায়!!
দৈনিক সংবাদ অনলাইন।। প্রকাশ্যে জাতীয় সড়কের পাশে দোকানে বসে পিতা পুত্র মিলে ড্রাগসের অবৈধ ব্যবসা করে চললেও কোনও হেলদোল নেই পুলিশ প্রশাসনের। বহুবার এলাকাবাসী আটক করে তাদের থানায় দিলেও কিছুদিন বাদেই ছাড়া পেয়ে পুনরায় ব্যবসা শুরু করে। ওই গুণধর পিতা- পুত্র হল জহর সাহা এবং অজয় সাহা।
এদের বাড়ি তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকায়। সোমবার এক জনজাতিযুবকের কাছে ড্রাগস বিক্রি করার সময় হাতে নাতে সেই পিতা পুত্র এবং ড্রাগস আসক্ত যুবককে আটক করে আশেপাশের ব্যবসায়ীরা। তাদেরকে উত্তম মধ্যম দেয়। উত্তেজিত জনতা তাদের পানের টং দোকান ভাঙচুর করে। শেষে পুলিশের হাতে তুলে দেয়।