মায়ের উপর অত্যাচারে অতিষ্ঠ হয়ে জন্মদাতা বাবার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হলো কলেজ পড়ুয়া কন্যা। শনিবার বিলোনিয়া মহিলা থানায় বাবা লক্ষন পালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তার কন্যা। কন্যার অভিযোগ, দাদুর বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য প্রায় সময় বাবা তাঁর মায়ের উপর অকথ্য অত্যাচার চালায়। অত্যাচারের মাত্রা এমন পর্যায়ে এক এক পৌঁছায় যা অসহনীয় এবং যন্ত্রণাদায়ক।
বাবার অত্যাচারের ঘটনা কাউকে জানালে মা ও মেয়েকে হত্যা করে শৌচাগারে ফেলে দেবে। শুধু তাই নয় ঘরের মধ্যে বোম ছুরি ইচ্ছাদি মজুদ রাখার বিষয়েও হুমকি দেয়া হয়, যাতে ঘটনা কাউকে না জানানো হয়। শনিবারও তার বাবা লক্ষণ পাল মায়ের উপর অত্যাচার চালায়। মা রিনু পাল কে ছুরি দিয়ে আক্রমণ করার চেষ্টা করে।লাঠি দিয়ে আঘাত করে। মাকে প্রচন্ডভাবে মারধোর করে। বাবার অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে মা ছুটে যায় জেঠু এবং কাকার ঘরে। শেখানেও রেহাই নেই। কাকাকেও মারধর করে। জানাগেছে, শনিবার কোনও এক বাড়িতে নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফেরার পরেই বাবা লক্ষণ পাল তার মায়ের উপর অত্যাচার শুরু করে। এমনিতেই সংসারে আর্থিক টানা পোড়েন । তার উপর অসহনীয় অত্যাচার। সব মিলিয়ে অস্থির পরিবেশ সৃষ্টি হয় সংসারে।
লক্ষণ পাল অটো চালক। বাড়ি বিলোনিয়া কলেজ স্কয়ারস্থিত পূর্ব পাড়ায়। অত্যাচারে গুরুতর অসুস্থ হয়ে পরে মা রিনু পাল । চিকিৎসার জন্য রিনু পাল কে বিলোনিয়া মহাকুমা হাসপাতাল এবং পরে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপরই কলেজ পড়ুয়া কন্যা বাবার বিরুদ্ধে বিলোনিয়া মহিলা থানায় মামলা দায়ের করে।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…