মায়ের উপর অত্যাচারে অতিষ্ঠ হয়ে জন্মদাতা বাবার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হলো কলেজ পড়ুয়া কন্যা। শনিবার বিলোনিয়া মহিলা থানায় বাবা লক্ষন পালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তার কন্যা। কন্যার অভিযোগ, দাদুর বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য প্রায় সময় বাবা তাঁর মায়ের উপর অকথ্য অত্যাচার চালায়। অত্যাচারের মাত্রা এমন পর্যায়ে এক এক পৌঁছায় যা অসহনীয় এবং যন্ত্রণাদায়ক।
বাবার অত্যাচারের ঘটনা কাউকে জানালে মা ও মেয়েকে হত্যা করে শৌচাগারে ফেলে দেবে। শুধু তাই নয় ঘরের মধ্যে বোম ছুরি ইচ্ছাদি মজুদ রাখার বিষয়েও হুমকি দেয়া হয়, যাতে ঘটনা কাউকে না জানানো হয়। শনিবারও তার বাবা লক্ষণ পাল মায়ের উপর অত্যাচার চালায়। মা রিনু পাল কে ছুরি দিয়ে আক্রমণ করার চেষ্টা করে।লাঠি দিয়ে আঘাত করে। মাকে প্রচন্ডভাবে মারধোর করে। বাবার অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে মা ছুটে যায় জেঠু এবং কাকার ঘরে। শেখানেও রেহাই নেই। কাকাকেও মারধর করে। জানাগেছে, শনিবার কোনও এক বাড়িতে নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফেরার পরেই বাবা লক্ষণ পাল তার মায়ের উপর অত্যাচার শুরু করে। এমনিতেই সংসারে আর্থিক টানা পোড়েন । তার উপর অসহনীয় অত্যাচার। সব মিলিয়ে অস্থির পরিবেশ সৃষ্টি হয় সংসারে।
লক্ষণ পাল অটো চালক। বাড়ি বিলোনিয়া কলেজ স্কয়ারস্থিত পূর্ব পাড়ায়। অত্যাচারে গুরুতর অসুস্থ হয়ে পরে মা রিনু পাল । চিকিৎসার জন্য রিনু পাল কে বিলোনিয়া মহাকুমা হাসপাতাল এবং পরে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপরই কলেজ পড়ুয়া কন্যা বাবার বিরুদ্ধে বিলোনিয়া মহিলা থানায় মামলা দায়ের করে।
অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…
শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…
অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…
অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…