পিপিপি মডেলে মেডিকেল কলেজ হচ্ছে ধলাইয়ে মুখ্যমন্ত্রী।

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || পর্যটন, স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগের আগ্রহ বাড়ছে। রাজ্যের বাঁশজাত সামগ্রীকে কেন্দ্র করেও বিনিয়োগের জোরালো আবহ তৈরি হচ্ছে।মঙ্গলবার শিল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রজ্ঞাভবনে গোল টেবিল বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।এ দিন আটটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে রাজ্যের মৌ স্বাক্ষরিত হয়।মোট ৩১২ কোটি ৩৮ লক্ষ টাকার সমঝোতাপত্র হয়েছে। অ্যাসপিরেশনাল জেলা ধলাইতে পিপিপি মডেলে একটি মেডিকেল কলেজ গড়ার জন্য ডেটন ন্যাচারাল রিসোর্স প্রাইভেট লিমিটেড ২৪৭ কোটি টাকার মৌ স্বাক্ষর করেছে।


মুখ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীরা এ দিন কুমারঘাট, আর কে নগর এবং সাক্রমে বিনিয়োগের আগ্রহ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, এ দিনের রাউণ্ড টেবিল বৈঠকে রাজ্য, দেশ এবং বিদেশের ১৪১টি বিনিয়োগকারী প্রতিষ্ঠান যোগ দিয়েছে।বাংলাদেশ থেকেও বিনিয়োগকারীরা এসেছেন। তিনি বলেন, এ দিন মাত্র শুরু হয়েছে। আরও বড় পরিসরের বিনিয়োগ আসছে।বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকারের তরফে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। স্ট্যাট ক্যাপিট্যাল ইনভেস্টমেন্ট ভর্তুকি থেকে শুরু করে শিল্পোন্নয়নের ক্ষেত্রে ভর্তুকি, বিদ্যুৎ মাশুলে ভর্তুকি, কর্মবিনিয়োগে ভর্তুকি সহ অজস্র বিনিয়োগ বান্ধব পদক্ষেপ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, অবস্থানের দিক থেকে যেভাবে রাজ্যের গুরুত্ব বাড়ছে তাতে অচিরেই ত্রিপুরা হবে বিজনেস হাব। তিনি বলেন,শিল্প স্থাপনের প্রাথমিক শর্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রাজ্য এখন জাতীয় সড়ক, রেলওয়ে, জলপথ, ইন্টারনেট সবক্ষেত্রেই এগিয়ে গেছে।এটাই উজ্জ্বল করেছে বাণিজ্যের সম্ভাবনা। আগামীদিনে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হয়ে উঠছে রাজ্য। শিল্প ক্ষেত্রে এসব বিনিয়োগের ফলে বিশাল কর্ম সংস্থানের সুযোগ তৈরি হবে। এতে রাজ্যের আর্থ সামাজিক অবস্থারও সমান্তরালে উন্নতি হবে।এ দিনের সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক,মুখ্যসচিব জে কে সিন্হা, ডোনার সচিব লোক রঞ্জন, শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা ছিলেন।

Dainik Digital

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

19 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

19 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

19 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

19 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

19 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

2 days ago