নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!
পিস্তল সহ এক ব্যক্তি গ্রেফতার

নাইন এমএম পিস্তলসহ মলিন্দ্র দেববর্মা নামে ব্যক্তিকে বীর মোহন গ্রাম থেকে গ্রেফতার করল সিধাই থানার পুলিশ। শনিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ পুলিশের কাছে খবর আসে এক ব্যক্তি পিস্তল উঁচিয়ে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে সিধাই থানার পুলিশ।
জানা গেছে বীর মোহন এলাকায় কোন বিষয় নিয়ে কয়েকজন যুবকের মধ্যে তর্ক বিতর্ক থেকে ঝগড়ার রূপ নেয়। তখন মলিন্দ্র দেববর্মা পিস্তল উঁচিয়ে গুলি চালায়। তখন অন্যান্য যুবকরা ধরে পুলিশের খবর দেয়। সিধাই থানার ওসি জয়ন্ত মালাকার জানান ধৃত ব্যক্তির বাড়ি উজান ফটিক ছড়া। তবে হাওয়াতে গুলি যাওয়াতে কেউ আহত হয়নি।