ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
পীযূষ বিশ্বাস তৃণমূল ছাড়লেন।

অনলাইন প্রতিনিধি :- ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে গেলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। তিনি মঙ্গলবার দুপুরে তার পদত্যাগপত্র তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে পাঠিয়ে দিয়েছেন। তৃণমূলের প্রদেশ সভাপতি থেকে পদত্যাগ করার বিষয়ে শ্রী বিশ্বাস জানান, পেশাগত ও ব্যক্তিগত কাজের জন্য তিনি এই পদ
আঁকড়ে রেখে দলের কোনও কাজ করতে পারছেন না। তাই তিনি তৃণমূলের প্রদেশ সভাপতির পদ সহ দল থেকেও পদত্যাগ করলেন বলে মমতা ব্যানার্জীর কাছে ইস্তফাপত্রে জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে বিধানসভা নির্বাচনের আগে দিল্লীতে গিয়ে পীযূষ কান্তি বিশ্বাস মমতা ব্যানার্জীর উপস্থিতিতে ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তার সঙ্গে সেদিন দিল্লীতে আইনজীবী অনন্ত ব্যানার্জী, তেজেন দাস, বিমল রুদ্রপাল সহ আরও বেশ কয়েকজন বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এখন পীযূষবাবু তৃণমূল ছেড়ে দেওয়ার সঙ্গে যোগ দেওয়া নেতারাও তৃণমূল ছাড়তে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে পীযূষ কান্তি বিশ্বাসকে প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি করার পর দল চালানোর দায়িত্বও যোগ্য সম্মান পশ্চিমবঙ্গের নেতৃত্ব দেননি বলে দলের এক সূত্রে জানা গেছে। এমনকি গত বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গ থেকে আশা দুইজন দায়িত্বপ্রাপ্ত অবজার্ভারও শ্রীবিশ্বাসের সঙ্গে সহযোগিতা করেননি বলে সূত্রে জানা গেছে। তাতেই ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি। নেতৃত্ব দেননি বলে দলে চালানোর দায়িত্ব ও যোগ্য।