পুকুর থেকে লাশ উদ্ধার!!!
দৈনিক সংবাদ অনলাইন, কুমারঘাট।। রবিবার সাত সকালে কুমারঘাট থানাধীন উত্তর পাবিয়াছড়া এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে বছর আঠাশের দুলাল সরকার নামের এক যুবকের মৃতদেহ। সংশ্লিষ্ট এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন একটি পুকুরে এদিন সকালে হাটাৎই স্থানীয়রা অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির লাশ ভেসে উঠতে দেখেন।
খবর চাউর হতেই আশপাশের লোকেদের ভীড় জমে সেখানে। খবর দেয়া হয় কুমারঘাট থানায়। পুলিশ ছুটে গিয়ে দেহ উদ্ধার করতেই সনাক্ত হয় দেহ।মৃতের বাড়ী ঐ এলাকাতেই। খবর জানাজানি হতেই ছুটে আসেন মৃতের পরিবারের লোকজন। শনিবার থেকেই নিজ বাড়ী থেকে নিখোঁজ ছিলো দুলাল। তার ভাইয়ের দাবী খুন করা হয়েছে দুলালকে।
দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। মৃত্যুর কারন নিয়ে ধন্দে রয়েছে পুলিশও। ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। একইসাথে ছড়িয়েছে চাঞ্চল্য।