অনলাইন প্রতিনিধি :-রাজ্য বিদ্যুৎ নিগম বিদ্যুতের মাশুল বৃদ্ধির পথে এগোলেও, বিদ্যুৎ নিগমের অফিসার ও কর্মীরা মান্ধাতা আমলের সেঁতসেঁতে অফিস ঘরে বসে কাজ করছেন। তার উপর নেই পরিকাঠামো, নেই লোকজন। এই পরিস্থিতি অমরপুর বিদ্যুৎ উপভুক্তি অফিসে। মাত্র ১৯ জন বিদ্যুৎ কর্মী ও অফিসাররা কাজ করছেন।
তার উপর রয়েছে অসুস্থতা, ছুটি ইত্যাদি। গত কয়েক বছরে অমরপুরে বিদ্যুৎ সরবরাহের পরিধি বাড়ালে, এবং বিদ্যুতের গ্রাহক সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলেও, আশ্চর্য জনক ভাবে কমেছে বিদ্যুৎ কর্মী ও অফিসারের সংখ্যা। গত কয়েক দশকের বাম আমল থেকে বর্তমানের রাম আমল, সব আমলেই কোনও লাইনম্যান ছাড়াই অমরপুরে বিদ্যুৎ পরিষেবা প্রদান চলছে। যার ফলশ্রুতিতে নিত্য দুর্ঘটনা লেগেই রয়েছে। একজন সিনিয়র ম্যানেজার, একজন ম্যানেজার ও হাতে গোনা উনিশ জন সিনিয়র হেল্পার ও হেল্পার দিয়েই অমরপুরে বিদ্যুৎ পরিষেবা প্রদান চলছে। যার সরাসরি প্রভাব পড়েছে পরিষেবায়।
নানা অজুহাতে বিদ্যুৎ নিয়ে অসহনীয় যন্ত্রণা ভোগ করছেন মহকুমার বিস্তীর্ন অঞ্চলের বিদ্যুৎ ভোক্তারা। এর মধ্যে গোদের ওপর বিষফোরা, রাম আমলের দুই কর্মচারী সংগঠনের নেতাদের যাতাকলে পরে বিদ্যুৎ কর্মীদের প্রান ওষ্ঠাগত। দিনের পর দিন কাজে ফাঁকি দিয়ে, রাজনীতির নামে তোলাবাজি করা একাংশ কর্মচারী নেতাদের দৌলতে বিদ্যুৎ নিগমের অমরপুর উপভুক্তি অফিস ক্রমশ কর্মী হীন যাচ্ছে। অমরপুর উপভুক্তি থেকে এপর্যন্ত যতজন বিদ্যুৎ কর্মীকে প্রতিহিংসা মূলক বদলির শিকার হতে হয়েছে, তাদের পরিবর্তে সিকি ভাগ বিদ্যুৎ কর্মীকে অমরপুর উপভুক্তিতে বদলি করে আনতে পারেননি তথা কথিত দুই কর্মচারী সংগঠনের নেতারা। বর্তমানে ফের বিদ্যুৎ কর্মীদের আরেক দফা প্রতিহিংসা মূলক বদলি করার জন্য, মহকুমা স্পোর্টস অফিসে কর্মরত এক চুনোপুঁটি কর্মচারী নেতা, যিনি নিজেকে বিধায়কের কাছের লোক হিসেবে জাহির করেন। রাজধানীতে গিয়ে নেতা মন্ত্রীদের নিকট দরবারে ব্যস্ত রয়েছেন বলে সংবাদ। সব মিলিয়ে অমরপুরে বিদ্যুৎ পরিষেবার মান ক্রমেই তলানিতে গিয়ে ঠেকেছে। চুড়ান্ত দুর্ভোগের শিকার অমরপুরের বিদ্যুৎ ভোক্তারা। আসন্ন শারদোৎসবে গোটা মহকুমায় বিদ্যুৎ পরিষেবা অক্ষুন্ন থাকবে কিনা? তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…