পুজোয় বিমান ভাড়া দুর্মূল্য বিপাকে যাত্রীরা।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পুজোর মুখে বিমান টিকিটের মূল্য ক্রমেই আরও দুমূল্য হয়ে উঠছে।আগামী ২১ অক্টোবর দুর্গাপুজোর প্রথমদিন সপ্তমী। তার দুদিন আগে থেকেই আগরতলা- কলকাতা রুটের উভয়দিকে যাতায়াতে বিমান টিকিটের মূল্য অস্বাভাবিক হয়ে দাঁড়িয়ে রয়েছে।পুজোর সময় বহু মানুষ ভ্রমণে বহিঃরাজ্যে যান।আবার বহিঃরাজ্য থেকে রাজ্যের বাসিন্দা যারা উচ্চ শিক্ষা লাভে পড়াশোনা করছেন, যারা সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন তারা পুজোর এই সময়ে বাড়িতে আসেন ছুটি কাটাতে ও পুজোর আনন্দ উপভোগ করতে।কিন্তু বিমান সংস্থাগুলি এই সময় যাত্রী ভিড় হবে জেনেই টিকিটের মূল্য দুর্মূল্য করে রেখেছে। তাতে টিকিট নিতে গিয়ে এখন সকলেই প্রচণ্ড বিপাকে পড়ছেন।পুজোর দু’তিনদিন আগে কলকাতা থেকে আগরতলায় আসার জন্য টিকিট রবিবার বিক্রি হয়েছে কোনও কোনও দিনের জন্য সাত হাজার টাকা।

আবার কোনও কোনও দিনের জন্য সাড়ে ছয় হাজার টাকা। কলকাতা থেকে পুজোর সময়ে আসতে টিকিটের মূল্য এত চড়া হয়ে থাকায় টিকিট নিতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন যাত্রীরা।আগরতলা থেকে কলকাতায় যেতেও টিকিটের একই দশা। আগরতলা- কলকাতা রুটে যাতায়াতে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার বিমান চালু রয়েছে। এয়ার ইন্ডিয়ার প্রতিদিন মাত্র দুটি ১৪৫ আসনের এয়ারবাস এই রুটে চালু রয়েছে। ইন্ডিগোর রয়েছে এই রুটে প্রতিদিন ১৮০ আসনের আটটি এয়ারবাস।বিমানে অল্প সময়ের মধ্যে যাতায়াত করা যায় বলে রাজ্যের মানুষ বাধ্য হয়ে বিমানে যাতায়াত করেন।উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে প্রতিদিন অনেক রোগী বিমানে যান।গুরুত্বপূর্ণ কাজেও মানুষ বিমানে যান। কিন্তু বিমানের টিকিটের চরম দুর্মূল্যের কারণে যাতায়াতে নিত্য দুর্ভোগ পোহাচ্ছেন। নতুন কোনও বিমান সংস্থার বিমান আগরতলা সেক্টরে না চালু করায় বিমান উড়ান সংখ্যাও বাড়ছে না। বর্তমান বিজেপি রাজ্য সরকার ক্ষমতায় আসার পর বিমান বন্দরে অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েলের উপর জিএসটি কমিয়ে এক লাফে ষোল শতাংশ থেকে এক শতাংশে নিয়ে আসে। তাতে অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েলের মূল্য অন্যান্য অনেক বিমান বন্দর থেকে অনেক কম। বিমানগুলি সস্তায় জ্বালানি ভরে নিয়ে উড়ে যাচ্ছে।কিন্তু যাত্রী ভাড়া কমাচ্ছে না। রাজ্য সরকারও তার পরিবহণ দপ্তরকে এই বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নজরে নেওয়ার দাবি উঠেছে।

Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

9 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago