পুজোয় যেকোনও বিপদে সাহায্য করবে সাদা পোশাকের পুলিশ।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজধানী আগরতলায় জনগণকে পুজোর দিনে নিশ্ছিদ্র সুরক্ষা দিতে মাঠে নেমেছে আরক্ষা বাহিনীও।সারা বছর শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর পুলিশ বাহিনী প্রত্যয় গ্রহণ করেছে শারদোৎসবের দিনগুলিতে জনগণের সুরক্ষা প্রদানে।প্রাক পুজো মুহূর্তে পশ্চিম জেলার শীর্ষ পুলিশ আধিকারিক সহ মহকুমা এবং বিভিন্ন থানা আধিকারিকদের সরেজমিনে রাতের রাজধানীকে আইন- লঙ্ঘনকারীদের থেকে মুক্তি দিতে রাস্তায় নামতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত।পুশ্চিম পুলিশ সুপার কিরণ কুমার কে জানান,শারদোৎসবের দিনগুলিতে সাধারণ জনগণের আনন্দ বিঘ্নিত করা,বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।রাত্রিকালীন ভেহিকেল চেকিংয়ে চলছে মদমত্ত অবস্থায় যান চালনা, হেলমেট বিহীন বাইক চালক সহ ট্রিপল রাইডিং করা চালকদের বিরুদ্ধে অভিযান। এছাড়াও বিশেষ অভিযানে নাইট পেট্রোলিং সহ চুরি কাণ্ড এড়াতে চলছে অভিযান।এদিকে বিশেষ পুলিশ সূত্রে জানা গেছে, পুজোর সময়ে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হবে শহরকে।

শহরের বিস্তৃত সমাজদ্রোহীদের দৌরাত্ম কমাতে এবং অপরাধ নির্মূল করতে কঠোর হাতে গ্রহণ করা হয়েছে প্রশাসনিক ব্যবস্থা।পুজোতে রাজধানী সহ পারিপার্শ্বিক এলাকায় নিয়োগ করা হবে বিশাল সংখ্যক সশস্ত্র পুলিশ বাহিনী। ইতিমধ্যে প্রাক পুজোতেই স্বামী বিবেকানন্দ স্কুল, বিটি কলেজ, উপেন্দ্র বিদ্যাভবন এবং এডিনগর পুলিশ লাইনে জমায়েত করা হয়েছে দুশোর উপর টিএসআর জওয়ান। পুলিশের সাথে হাত মিলিয়ে তারা নিযুক্ত হয়েছেন বিভিন্ন অভিযানে। এছাড়াও ১৮ তারিখ তাদের সাথে যোগদান করবেন আরও হাজারখানেক টিএসআর জওয়ান বলে জানান এক আধিকারিক। শারদ উৎসবের দিনগুলিতে রাজধানীতে আগত সমস্ত এন্ট্রি পয়েন্টে পুলিশ তরফে নাকা বসানো সহ শহরের বিভিন্ন এলাকায় গঠন করা হয়েছে চল্লিশটির উপর অ্যাসিস্ট্যান্ট বুথ।পুজোতে শহরবাসীকে নিরাপত্তা প্রদান সহ বিভিন্ন সহায়তা প্রদান করবেন তারা।রাজধানীর আনুমানিক পাঁচ লক্ষ জনগণ সহ বৃহত্তম রাজধানী এলাকায় সাত থেকে সাড়ে সাত লক্ষ নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে তুঙ্গে পুলিশি ব্যবস্থা।অনুমান করা হচ্ছে, বিভিন্ন মফস্সল থেকে রাজধানীর পুজো পরিক্রমা করতে আসবেন অতিরিক্ত আনুমানিক তিন থেকে সাড়ে তিন লক্ষ দর্শনার্থী।শহরের জনগণ এবং মফস্সলে থেকে আগত দর্শনার্থীদের সুবিধা তথা আনুষঙ্গিক বিষয় মাথায় রেখে পুলিশ এবং টিএসআর বাহিনী ছাড়াও সাদা পোশাকে মোতায়েন করা হবে বিশাল সংখ্যক পুলিশ কর্মীদের। বিশেষ করে মহিলা তথা মা বোনেদের সুরক্ষার কথা চিন্তা করে রাজধানীর রাস্তায় এ বছর মহিলা পুলিশ কর্মী সহ সাদা পোশাকে থাকছে বিশেষ মহিলা পুলিশ বাহিনীও।তবে পুজোর প্রাক্কালেই শহর তথা রাজ্যে নেশা কারবারি, বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ চোরেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে এদিন জানান এক পুলিশ আধিকারিক।

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

21 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

21 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago