পুজোর আগেই প্রিপেইড চালু, বিমানবন্দরে বৈঠক

এই খবর শেয়ার করুন (Share this news)

আগরতলা এমবিবি বিমানবন্দরে প্রিপেইড কাউন্টার খুব শীঘ্রই চালু হচ্ছে । দুর্গাপুজোর আগেই যাতে প্রিপেইড অটো কাউন্টার চালু করা যায় সেই লক্ষ্যে বিমানবন্দরে মঙ্গলবার দুপুরে উচ্চ পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে বিমানবন্দর আধিকারিক পুলিশ , প্রশাসন , পরিবহণ দপ্তর , অটো ও ফোর হুইলার গাড়ির অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন । প্রসঙ্গত , কিছুদিন আগে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় জানিয়েছিলেন , সেপ্টেম্ব ৭-৮ তারিখ প্রিপেইড অটো কাউন্টার চালু করা হবে । কিন্তু মঙ্গলবারের বৈঠকে প্রিপেইড কাউন্টার চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতির কাজ সম্পন্ন না হওয়ায় প্রিপেইড কাউন্টার চালুর দিন কিছুটা পিছিয়ে যায় । বৈঠকের পর পরিবহণ দপ্তরের যুগ্ম পরিবহণ কমিশনার অজিত দেবনাথ জানান , পুজোর আগেই প্রথমে প্রিপেইড অটোর কাউন্টার চালু করা হবে । অটোর প্রিপেইড কাউন্টার চালুর পর ফোর হুইলার গাড়ির পরিষেবায় প্রিপেইড কাউন্টার চালু করা হবে বলেও শ্রীদেবনাথ জানান ।

এদিকে , বিমানবন্দর টার্মিনাল ভবনের অ্যারাইভ্যাল লাউঞ্জ দিয়ে বের হওয়ার গেটের কাছে প্রিপেইড কাউন্টার চালু করা হবে । বিমানবন্দর কর্তৃপক্ষ প্রিপেইড কাউন্টার চালুর জন্য সম্প্রতি ঘরও দেন । পরিবহণ দপ্তর এখন সেই ঘরটিকে প্রিপেইড কাউন্টার চালুর জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগতভাবে সাজিয়ে তুলবে । কম্পিউটার বসানো হবে । সরকার নির্ধারিত ভাড়ায় বিমানে আগত যাত্রীদের বাড়ি বা গন্তব্যস্থলে যেতে প্রিপেইড কাউন্টার থেকে সুবিধা পাবেন । পরিবহণ দপ্তর প্রিপেইড কাউন্টার পরিচালনা করবে । ভাড়ায় প্রিপেইড কাউন্টারের সুবিধার জন্য টার্মিনাল ভবনের সামনে পুলিশ বুথও চালু করা হবে । দেশের অন্যান্য বিমানবন্দরে যেভাবে যাত্রীরা পরিবহণ ব্যবস্থায় সুবিধা পান সেই একই ধরনের ব্যবস্থায় আগরতলা এমবিবি বিমানবন্দরে চালু হচ্ছে । এদিন বৈঠকের পর আধিকারিকরা প্রিপেইড কাউন্টার ও পুলিশ বুথ চালু করার জায়গা পরিদর্শন করেন । প্রসঙ্গত , প্রিপেইড কাউন্টার চালু হলে বিমান যাত্রীদের বিমান থেকে নেমে বাড়ি বা গন্তব্যস্থলে পৌঁছাতে অটো বা ফোর হুইলার গাড়ির ভাড়া নিয়ে জুলুম ও হয়রানি মিটে যাবে । যাত্রীরা বিমান থেকে নেমে প্রিপেইড কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়া মিটিয়ে দিয়ে ক্যাশ মেমো নিয়ে পুলিশবুথে এন্ট্রি করে লাইনে দাঁড়ালে গাড়ির নম্বর দেখে গাড়িতে উঠে বাড়ি বা গন্তব্যস্থলে পৌঁছে যাবেন । সেই কারণে অটোর চালক বা ফোর হুইলার চালকের সঙ্গে গাড়ি ভাড়া নিয়ে কোনও কথা বলতে হবে না।

Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

3 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago