পুজোর আগেই প্রিপেইড চালু, বিমানবন্দরে বৈঠক

এই খবর শেয়ার করুন (Share this news)

আগরতলা এমবিবি বিমানবন্দরে প্রিপেইড কাউন্টার খুব শীঘ্রই চালু হচ্ছে । দুর্গাপুজোর আগেই যাতে প্রিপেইড অটো কাউন্টার চালু করা যায় সেই লক্ষ্যে বিমানবন্দরে মঙ্গলবার দুপুরে উচ্চ পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে বিমানবন্দর আধিকারিক পুলিশ , প্রশাসন , পরিবহণ দপ্তর , অটো ও ফোর হুইলার গাড়ির অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন । প্রসঙ্গত , কিছুদিন আগে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় জানিয়েছিলেন , সেপ্টেম্ব ৭-৮ তারিখ প্রিপেইড অটো কাউন্টার চালু করা হবে । কিন্তু মঙ্গলবারের বৈঠকে প্রিপেইড কাউন্টার চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতির কাজ সম্পন্ন না হওয়ায় প্রিপেইড কাউন্টার চালুর দিন কিছুটা পিছিয়ে যায় । বৈঠকের পর পরিবহণ দপ্তরের যুগ্ম পরিবহণ কমিশনার অজিত দেবনাথ জানান , পুজোর আগেই প্রথমে প্রিপেইড অটোর কাউন্টার চালু করা হবে । অটোর প্রিপেইড কাউন্টার চালুর পর ফোর হুইলার গাড়ির পরিষেবায় প্রিপেইড কাউন্টার চালু করা হবে বলেও শ্রীদেবনাথ জানান ।

এদিকে , বিমানবন্দর টার্মিনাল ভবনের অ্যারাইভ্যাল লাউঞ্জ দিয়ে বের হওয়ার গেটের কাছে প্রিপেইড কাউন্টার চালু করা হবে । বিমানবন্দর কর্তৃপক্ষ প্রিপেইড কাউন্টার চালুর জন্য সম্প্রতি ঘরও দেন । পরিবহণ দপ্তর এখন সেই ঘরটিকে প্রিপেইড কাউন্টার চালুর জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগতভাবে সাজিয়ে তুলবে । কম্পিউটার বসানো হবে । সরকার নির্ধারিত ভাড়ায় বিমানে আগত যাত্রীদের বাড়ি বা গন্তব্যস্থলে যেতে প্রিপেইড কাউন্টার থেকে সুবিধা পাবেন । পরিবহণ দপ্তর প্রিপেইড কাউন্টার পরিচালনা করবে । ভাড়ায় প্রিপেইড কাউন্টারের সুবিধার জন্য টার্মিনাল ভবনের সামনে পুলিশ বুথও চালু করা হবে । দেশের অন্যান্য বিমানবন্দরে যেভাবে যাত্রীরা পরিবহণ ব্যবস্থায় সুবিধা পান সেই একই ধরনের ব্যবস্থায় আগরতলা এমবিবি বিমানবন্দরে চালু হচ্ছে । এদিন বৈঠকের পর আধিকারিকরা প্রিপেইড কাউন্টার ও পুলিশ বুথ চালু করার জায়গা পরিদর্শন করেন । প্রসঙ্গত , প্রিপেইড কাউন্টার চালু হলে বিমান যাত্রীদের বিমান থেকে নেমে বাড়ি বা গন্তব্যস্থলে পৌঁছাতে অটো বা ফোর হুইলার গাড়ির ভাড়া নিয়ে জুলুম ও হয়রানি মিটে যাবে । যাত্রীরা বিমান থেকে নেমে প্রিপেইড কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়া মিটিয়ে দিয়ে ক্যাশ মেমো নিয়ে পুলিশবুথে এন্ট্রি করে লাইনে দাঁড়ালে গাড়ির নম্বর দেখে গাড়িতে উঠে বাড়ি বা গন্তব্যস্থলে পৌঁছে যাবেন । সেই কারণে অটোর চালক বা ফোর হুইলার চালকের সঙ্গে গাড়ি ভাড়া নিয়ে কোনও কথা বলতে হবে না।

Dainik Digital

Recent Posts

আইনে পরিণত ওয়াকফ সংশোধনী বিল!!

অনলাইন প্রতিনিধি :-আইনে পরিণত হলো ওয়াকফ বিল। বুধবার বিলটি পেশ করা হয়েছিল লোকসভায়।দীর্ঘ আলোচনার পর…

59 mins ago

প্যারা জাম্পে প্রাণ গেল স্কাইডাইভারের!!

অনলাইন প্রতিনিধি :-চার দিন আগে বুধবার গুজরাটের জামনগরে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি জাগুয়ার…

1 hour ago

নীতি আয়োগের সর্বশেষ রিপোর্টে, ত্রিপুরা এখন ‘ফ্রন্ট রানার স্টেট’ ১৭টি সূচকে গড়ে প্রাপ্ত নম্বর ৭১!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থবছরে নীতি আয়োগের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে দেশের উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য ত্রিপুরাকে…

1 hour ago

প্রতি গ্রামে ১ কোটি টাকা, ঘোষণা অমিত শাহের!!

অনলাইন প্রতিনিধি :-ছত্রিশগঢ়ের প্রতিটি গ্রামকে যদি নকশালমুক্ত ঘোষণা করা যায়, তাহলেই মিলবে বড় পুরস্কার—প্রতিটি গ্রাম…

1 hour ago

মোদির মাস্টার প্ল্যান!!

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান…

1 hour ago

রামনবমীতেই ভার্টিকাল লিফট’ রেল সি-ব্রিজ উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে!!

অনলাইন প্রতিনিধি:-তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত নির্মিত রেল সেতু দেশের প্রথম ভার্টিকাল লিফট…

2 hours ago