পুজোর এক মাস আগেই বিমান ভাড়া চড়া, ক্ষোভ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-দুর্গাপুজোর এখনও ৩৩ দিন বাকি থাকলেও বিমান সংস্থাগুলি কেবলই টিকিটের মূল্য বৃদ্ধি করে চলেছে।আগের বছরগুলিতেও দেখা গেছে দুর্গা পুজোর সময়ে আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে যাত্রী ভিড় হবে জেনে বিমান সংস্থাগুলি বহুদিন আগে থেকে চড়া ভাড়া দাঁড় করিয়ে রাখতো।আগরতলা সেক্টরে বিমান সংস্থাগুলির সেই ট্রেডিশন এখনও বজায় রেখেছে।এখন দেখা যাচ্ছে পুজোকে সামনে রেখে ভাড়া কেবল বাড়ছেই।তাতে পুজোয় যারা ভ্রমণে যাবেন বলে ভাবছেন তারা সহ রাজ্যের বাইরে যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করছেন,চাকরি করছেন ও নানা কাজে রয়েছেন তারা পুজোর সময়ে বাড়িতে আসবেন।তেমনি বহি:রাজ্যের যারা এখানে আছেন তারাও পুজোর ছুটিতে বাড়িতে ফিরবেন। কিন্তু পুজোর এতো আগে বিমান ভাড়া এখনই চড়া করে অনলাইনে বিক্রির জন্য দিয়ে রাখায় টিকিট কাটতে গিয়ে প্রচণ্ড অস্বস্তিতে পড়ছেন।আগামী দশ অক্টোবর পুজো শুরু।এদিন সপ্তমী পুজো। তার আগের দিন ষষ্ঠ পুজো।শনিবার বিমান ভাড়ার খোঁজ খবর নিয়ে জানা গেছে কলকাতা থেকে ষষ্ঠী পুজোর দিনই আগরতলায় আসতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে ভাড়া তথা প্রতি টিকিটের মূল্য নেওয়া হচ্ছে ৫,৭৯৩ টাকা।এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লোকষ্ট ভাড়া দেয় বলে ঢাক পিটিয়ে প্রচার করলেও পুজোর এতো আগে কীভাবে এই চড়া ভাড়ায় টিকিট বিক্রি করছে তা নিয়ে রাজ্যের বিমান যাত্রীদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে।আগরতলা থেকে পুজোর সময়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে কলকাতায় যেতে টিকিটের মূল্য তথা ভাড়া এখনই নিচ্ছে ৪,৬৫৩ টাকা।পুজোর সময়ে কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে আগরতলায় আসতে ভাড়া নিচ্ছে ৫৬৫২ টাকা। ইন্ডিগোর বিমানে আগরতলায় আসতে ভাড়া নিচ্ছে ৫,৮১৩ টাকা। কলকাতায় যেতে ইন্ডিয়োগর বিমানে ভাড়া নেওয়া হচ্ছে ৪,৬৬৯ টাকা।শুধু তাই নয়, বিমানে পুজোর দিনগুলিতে আরও ভিন্ন ভিন্ন চড়া ভাড়াও নিচ্ছে।পুজোর এতো আগে এখনই বিমান সংস্থাগুলি অসহায় যাত্রীর গলা কাটা ভাড়া নেওয়ায় টিকিট নিতে যাত্রীরা পড়েছেন দুর্ভোগে ও বিপাকে।আগরতলা-কলকাতা রুটের আকাশপথে দূরত্ব হচ্ছে ৩২৭ কিলোমিটার।আকাশে সময় লাগে ৪০ থেকে ৪৫ মিনিট। এতো স্বল্প দূরত্ব ও কম সময়ের উড়ানে যাত্রীর গলাকাটা ভাড়া নিলেও রাজ্যের ডবল ইঞ্জিনের চসরকার পুরো নির্বিকার ভূমিকা পালন করে চলেছে। অস্বাভাবিক ভাড়া নেওয়ায় । কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দায়িত্ব খালাস করছে। বাস্তবে রাজ্য সরকার ডবল ইঞ্জিন সরকরের সুবিধা ও সুফল রাজ্যবাসীকে বিমানে যাতায়াতে দিতে পারছে না বলে বিমান যাত্রীদের অভিযোগ।সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনেও অস্বাভাবিক বিমান ভাড়া নেওয়ার প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মণ ডবল ইঞ্জিন সরকারকে ভাড়া যাতে যাত্রীর নাগালের মধ্যে থাকে তার ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

22 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

22 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

22 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

22 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago