দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আমবাসা।। অবরোধ, অবরোধ, আর অবরোধ। পানীয় জল,রাস্তা,বিদ্যুৎ, রেগার কাজের টাকা সময়মতো না পাওয়া,স্কুলে শিক্ষকের অভাব, ভাতার টাকা না পাওয়া,ব্যাঙ্কগুলির তালবাহানা, নেট পরিষেবা বিপর্যস্ত। এই নিয়ে প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও অবরোধ লেগেই রয়েছে। এবার এর সাথে নতুন করে যুক্ত হয়েছে বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণের দাবিতে অবরোধ।
পু্জোর মুখে আমবাসায় জাতীয় সড়ক অবরোধের ফলে নাজেহাল প্রশাসনের কর্তা থেকে শুরু করে রাস্তায় চলা যানবাহন,পথচারী সকলে। ধলাই জেলার সর্বত্রই চলছে এই অবরোধ সংস্কৃতি। শুরুতে সঠিক কারণে অবরোধ হলেও, পরবর্তী সময়ে যুক্ত হয়ে পড়ছে রাজনীতি। প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর শেষ রাতে প্রচন্ড ঝড় বৃষ্টির ফলে আমবাসা শহরের টিআরটিসি পাড়ায় কমপক্ষে ত্রিশটি বসতবাড়ি জলে ডুবে যায়। যা বিগত দিনে কখনো দেখা যায়নি। বৃষ্টির ফলে এলাকার সুকান্ত সরকারের বিশাল মাটির ঘর মাটিতে মিশে যায়।
টিআরটিসি পাড়ার একটা অংশের মানুষ পুজোর সময় দারুণভাবে ক্ষতিগ্রস্হ হয়। ক্ষুব্ধ মানুষ প্রতিবাদে শনিবার মহাষষ্ঠীর সকালে টিআরটিসি পাড়ার বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে। পুজোর এই সময়ে বহুকষ্টে রাজ্যে প্রবেশ করা শত শত মালবাহী ট্রাক তিন থেকে চার ঘন্টা জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকে। আসাম আগরতলা রোড,গন্ডাছড়া রোড, কমলপুর রোড স্তব্ধ হয়ে পড়ে। ঘটনার পর মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্তারা অবরোধ স্হলে এসে অবরোধকারীদের সাথে দীর্ঘ সময় কথা বলেন। ক্ষতিগ্রস্তদের সঠিক সাহায্যের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ মুক্ত হয়।
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…
অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…