Categories: দেশ

পুজোয় এবার ইলিশ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,বাংলাদেশ।। শুরু হয়ে গেছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। আর উৎসব মানেই পেট পুরে খাওয়া দাওয়া।সেই আয়োজনে যদি রুপালি ইলিশ থাকে, তাহলে তো কথাই নেই। প্রবাদই আছে মাছে ভাতে বাঙালি। সেখানে যদি মাছের রাজা ইলিশ থাকে, তখন আনন্দ এবং তৃপ্তি দুটোই বেড়ে যায় কয়েক গুন। সেই দিকে লক্ষ্য রেখে আগরতলায় আসা শুরু হয়েছে বাংলাদেশের ইলিশ।
মঙ্গলবার বিকেলে আখাউড়া চেকপোস্ট দিয়ে আগরতলায় এসেছে দুই হাজার পাঁচশো কেজি ইলিশ। চলতি সপ্তাহে আখাউড়া দিয়ে আরো একাধিক ইলিশের চালান আগরতলায় আসার কথা রয়েছে।

বাংলাদেশের রপ্তানিকারকরা বলছেন, ত্রিপুরায় ইলিশের ব্যাপক চাহিদা আছে। ভারতে ইলিশ রপ্তানি চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হলেও আগরতলায় ইলিশ যাচ্ছে অনেকটা শেষ সময়ে। তবে এর আগে চলতি মাসের বারো তারিখ থেকে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে উত্তর ত্রিপুরায় ইলিশ রপ্তানি হচ্ছে। একাধিক চালানে কৈলাশহরে গেছে প্রায় বারো হাজার কেজি ইলিশ।
আগরতলার আমদানিকারক বিমল রায় দৈনিক সংবাদকে বলেছেন, প্রতি কেজি মাছ দশ ডলারে কেনা হয়েছে। এই মুহুর্তে বাজার মূল্য বেশি হলেও কম লাভেই ত্রিপুরার মানুষকে ইলিশের স্বাদ দিতে চাইছে তার প্রতিষ্ঠান।

সূত্রের তথ্য, এবার ভারতে যাচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ টন রুপালী ইলিশ। এর বেশিরভাগই পশ্চিমবঙ্গের বাজারে যাবে। তবে আগরতলার বাজারে অনেকটা দেরিতে হলেও শুরু হয়েছে ইলিশ যাওয়া।
বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার যাত্রাবাড়ির ফিস বাজার। এই প্রতিষ্ঠান পঞ্চাশ হাজার কেজি ইশিল মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। আখাউড়া খলিফা এন্টারপ্রাইজ এর সিএন্ডএফ এজেন্ট। প্রতিষ্ঠানটির প্রতিনিধি শাহনোয়াজ মিয়া দৈনিক সংবাদকে বলেছেন, আগরতলায় ইলিশের চাহিদা রয়েছে। সেখানকার ব্যবসায়ীরা চাইলে আরো মাছ পাঠানো যাবে।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক দপ্তরের আধিকারিক মো. মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রপ্তানি সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যেই ব্যবসায়ীরা নিয়ম মেনে ভারতে ইলিশ মাছ রপ্তানি করতে পারবেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

16 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

16 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

17 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

2 days ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

2 days ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

3 days ago