Categories: দেশ

পুজোয় এবার ইলিশ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,বাংলাদেশ।। শুরু হয়ে গেছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। আর উৎসব মানেই পেট পুরে খাওয়া দাওয়া।সেই আয়োজনে যদি রুপালি ইলিশ থাকে, তাহলে তো কথাই নেই। প্রবাদই আছে মাছে ভাতে বাঙালি। সেখানে যদি মাছের রাজা ইলিশ থাকে, তখন আনন্দ এবং তৃপ্তি দুটোই বেড়ে যায় কয়েক গুন। সেই দিকে লক্ষ্য রেখে আগরতলায় আসা শুরু হয়েছে বাংলাদেশের ইলিশ।
মঙ্গলবার বিকেলে আখাউড়া চেকপোস্ট দিয়ে আগরতলায় এসেছে দুই হাজার পাঁচশো কেজি ইলিশ। চলতি সপ্তাহে আখাউড়া দিয়ে আরো একাধিক ইলিশের চালান আগরতলায় আসার কথা রয়েছে।

বাংলাদেশের রপ্তানিকারকরা বলছেন, ত্রিপুরায় ইলিশের ব্যাপক চাহিদা আছে। ভারতে ইলিশ রপ্তানি চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হলেও আগরতলায় ইলিশ যাচ্ছে অনেকটা শেষ সময়ে। তবে এর আগে চলতি মাসের বারো তারিখ থেকে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে উত্তর ত্রিপুরায় ইলিশ রপ্তানি হচ্ছে। একাধিক চালানে কৈলাশহরে গেছে প্রায় বারো হাজার কেজি ইলিশ।
আগরতলার আমদানিকারক বিমল রায় দৈনিক সংবাদকে বলেছেন, প্রতি কেজি মাছ দশ ডলারে কেনা হয়েছে। এই মুহুর্তে বাজার মূল্য বেশি হলেও কম লাভেই ত্রিপুরার মানুষকে ইলিশের স্বাদ দিতে চাইছে তার প্রতিষ্ঠান।

সূত্রের তথ্য, এবার ভারতে যাচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ টন রুপালী ইলিশ। এর বেশিরভাগই পশ্চিমবঙ্গের বাজারে যাবে। তবে আগরতলার বাজারে অনেকটা দেরিতে হলেও শুরু হয়েছে ইলিশ যাওয়া।
বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার যাত্রাবাড়ির ফিস বাজার। এই প্রতিষ্ঠান পঞ্চাশ হাজার কেজি ইশিল মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। আখাউড়া খলিফা এন্টারপ্রাইজ এর সিএন্ডএফ এজেন্ট। প্রতিষ্ঠানটির প্রতিনিধি শাহনোয়াজ মিয়া দৈনিক সংবাদকে বলেছেন, আগরতলায় ইলিশের চাহিদা রয়েছে। সেখানকার ব্যবসায়ীরা চাইলে আরো মাছ পাঠানো যাবে।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক দপ্তরের আধিকারিক মো. মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রপ্তানি সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যেই ব্যবসায়ীরা নিয়ম মেনে ভারতে ইলিশ মাছ রপ্তানি করতে পারবেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

14 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

14 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

14 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

14 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago