পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় নবদম্পতি-সহ মৃত ৫!!
অনলাইন প্রতিনিধি :-মাত্র পাঁচ দিন আগে বিয়ে হয়েছিল ৷ পরিবারের সঙ্গে পুজো দিতে নবদম্পতি গিয়েছিলেন তিরুমালা ৷ বুধবার সকালে প্রাইভেট গাড়িতে করে সেখান থেকেই বাড়ি ফিরছিলেন ৷ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচ জনেরই ৷ তাঁদের মধ্যে ওই নবদম্পতিও রয়েছেন ৷রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে ধাক্কা লাগার ফলেই এই দুর্ঘটনা ঘটে ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলার আল্লাগড্ডা মণ্ডলের নাল্লাগাতলাতে।নিহত সকলকেই সেকেন্দ্রাবাদের পশ্চিম ভেঙ্কটাপুরমের বাসিন্দা বলে জানা গিয়েছে ।