পুতিনকে হত্যার ছক!!

 পুতিনকে হত্যার ছক!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-তিন বছর ধরে চলা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ যেন থামার নামই নিচ্ছে না। উভয় দেশই একে অপরের উপর ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ আবহেই গত ২০ মে মঙ্গলবার রাশিয়ার উপর মারাত্মক ড্রোন হামলা চালায় ইউক্রেন। আর তারপরেই জানা যায়, এই হামলাটি নাকি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে চালানো হয়েছিল। সোমবার ২৬ মে রুশ সামরিক কমান্ডার এই বিস্ফোরক তথ্যটি প্রকাশ করেছেন। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইউরি দাশকিন জানিয়েছেন যে, গত ২০ মে রাষ্ট্রপতি পুতিন যখন কুস্ক ওব্লাস্ট পরিদর্শন করেছিলেন বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারে করে তখনই তাঁর হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। কিন্তু এই আক্রমণ ব্যর্থ করা হয়েছিল। আর এই আক্রমণের জবাব দিতেই রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনীও সুযোগে ছিল। ফলে, ইউক্রেনের ছোড়া ৪৬টিরও বেশি ড্রোনকে গুলি করে ভূপতিত করা হয়েছিল।তবে ইউক্রেনের আক্রমণের জবাবে, রাশিয়া গতকাল রাতে পালটা আক্রমণ চালায়। ইউক্রেনের উপর সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের বেশ কয়েকটি শহরে ৪০০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। এই ভয়াবহ হামলায় জাইতোমিরে তিন শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.