পুনরায় চালু হচ্ছে শ্রীনগর কমলাসাগর সীমান্ত হাট

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ফের চালু হতে যাচ্ছে কমলাসাগর এবং শ্রীনগর সীমান্ত হাট। বন্ধ হয়ে থাকা সীমান্ত হাট দুটি পুনরায় চালুর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গত ৩ এপ্রিল রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে চিঠি দিয়ে বন্ধ হয়ে থাকা রাজ্যের দুটি সীমান্ত হাট পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়েছেন।উল্লেখ্য, কোভিড পরিস্থিতির কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল সিপাহিজলা জেলার অধীন কমলাসাগর এবং দক্ষিণ জেলার অধীন শ্রীনগর— এই দুটি সীমান্ত হাট।



এই দুটি সীমান্ত হাট শুধু দুই দেশের ব্যবসাবাণিজ্যের প্রসারই ঘটায়নি, পর্যটনেরও অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল। একইসাথে সীমান্ত এলাকায় বসবাসকারী উভয় দেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও অন্যতম ভূমিকা পালন করেছে। এই দুটি সীমান্ত হাট যখন জমজমাট হয়ে উঠেছিল, ঠিক তখনই করোনা নামক মহামারি সব উলটপালট করে দেয়। বন্ধ করে দিতে হয় সীমান্ত হাট। করোনার প্রকোপ কমে যাওয়ার পর ফের সীমান্ত হাটগুলি চালু করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠতে থাকে ৷মাসখানেক আগে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব শ্রীনগর এবং কমলাসাগর এই দুটি সীমান্ত হাট পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করার জন্য সংসদে দাবি উত্থাপন করেন।একইসাথে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল সাংসদ শ্রীদেবকে সীমান্ত হাট পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়েছেন।এ নিয়ে কোনও সন্দেহ নেই যে, সীমান্ত হাটগুলি পুনরায় চালু হলে দুই দেশের সীমান্ত বাণিজ্য নতুন করে প্রাণ ফিরে পাবে। সীমান্ত এলাকার মানুষও ফের আর্থিকভাবে লাভবান হবেন।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

2 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

2 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

2 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

3 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

1 day ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

1 day ago