পুনরায় চালু করা হলো কার্গো পরিষেবা!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি: মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই নিজের দায়িত্বে থাকা দপ্তরগুলোকে ঢালাও উন্নয়নে সাজাতে কোমড় বেঁধে মাঠে নেমে পড়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। লক্ষ্য একটাই দপ্তরগুলোকে উন্নয়নের মাধ্যমে জনসাধারণকে সঠিক পরিষেবা প্রদান করা।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৫/৬ মাস যাবৎ বন্ধ ছিল বিমানবন্দরের কার্গো পরিষেবা। শুক্রবার পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে পুনরায় আনুষ্ঠানিক সূচনা হলো কার্গো পরিষেবার। প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে এই কার্গো বিল্ডিংটি নির্মান করা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, পরিবহণ দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী, এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কৈলাশ চন্দ্র মীণা সহ অন্যান্যরা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই পুনরায় চালু হওয়া এই কার্গো পরিষেবার সফলতা কামনা করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও তিনি বলেন, নতুন মন্ত্রীসভা গঠিত হওয়ার পর থেকেই মানুষের সুবিধার কথা মাথায় রেখে এবং যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে পরিবহন ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যার মধ্যে বিমান পরিসেবা অন্যতম।
পাশাপাশি তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই জনসাধারণের দাবি ছিল এই কার্গো পরিষেবা পুনরায় চালু করার। কিন্তু বিধানসভা নির্বাচনের কারণে বিষয়টির ওপর সেরকভাবে নজর দেওয়া সম্ভব হয়নি। নতুন মন্ত্রীসভা গঠিত হওয়ার পরই বিষয়টি নিয়ে এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। এবং পতিবহন দপ্তর ও এয়ারপোর্ট কর্তৃপক্ষের যৌথ প্রয়াসে প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে পুনরায় চালু করা হয় এই কার্গো পরিষেবা। এই পরিষেবার দ্বারা পরিবহন ব্যবস্থা ও ব্যবসাবাণিজ্য আরও উন্নত হবে বলেই আশা রাখছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এছাড়াও আগামী জুন মাসের প্রথমদিকেই আগরতলা-চিটাগঙ বিমান পরিসেবা চালু হবে বলে জানান মন্ত্রী শ্রী চৌধুরী। এবং এতে করে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি এদিন নিজের বক্তব্যের মধ্য দিয়ে উনার দপ্তর সংক্রান্ত বিভিন্ন কাজের তথ্য তুলে ধরেন তিনি।
সর্বোপরী তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ডাক দিয়েছিলেন এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। মূল অনুষ্ঠান শেষে কার্গো পরিষেবার যাবতীয় পদ্ধতি ঘুরে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।