পুনে শহরের সারাসবাগে একটি ওউয়াকিং প্লাজা তৈরির উদ্যোগ নিল সেখানকার পুর নিগম। প্রতিদিন প্রায় দশ হাজার মানুষ যাতে এখানে আসতে পারেন সেই ভাবেই এই প্লাজাটি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি এই প্লাজা তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে নিগমের তরফে। সম্প্রতি সারাসবাগে বেআইনি ভাবে দখল নিয়ে থাকা ৫৬ টি স্টলকে তুলে দেয় নিগমের দখল বিরোধী বিভাগ। বহুদিন ধরেই স্থানীয়রা অভিযোগ করছিলেন, সারাসবাগের প্রবেশপথেবেআইনিভাবে প্রায় অর্ধেক রাস্তা জুড়ে দোকানদাররা দোকান করে বসে আছেন। তার ফলে রাস্তায় হাঁটাচলা বেশ অসুবিধা হচ্ছে। বিশেষভাবে ব্যস্তসময়ে বেশি অসুবিধা হয়ে থাকে। স্থানীয় বাসিন্দা আনন্দ দাভে বলেন, ‘সন্ধ্যাবেলা এই পথ দিয়ে আসা যাওয়া করা খুব কঠিন। এই দোকানদাররা বেশিরভাগ বিভিন্ন স্ন্যাক্স বিক্রি করে। রাস্তার অর্ধেক জুড়ে শিশুরা অনেকেই খাবার খায়। আর তাতেই অসুবিধা হয় পথচারীদের।’ এই অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয় পুরনিগম। তুলে দেওয়া হয় এই বেআইনি দখলদারদের। তারপরেই এখানে এমন একটি ওয়াকিং প্লাজা তৈরির পরিকল্পনা নেওয়া হয়। দখল বিরোধী বিভাগের প্রধান মাধব জগতাপ বলেন, মোট ৫৬ টি স্টল সিল করে দেওয়া হয়েছে। এই স্টলগুলির মালিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ এরা বেআইনিভাবে এই রাস্তায় কার্যত রেস্তোরা বানিয়ে থাকতেন। এবার এই এলাকা দখলমুক্ত করার পরে এখানে একটি ওয়াকিং প্লাজা তৈরি করা হচ্ছে।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…