পুরুষদের টেক্কা দিয়ে ৩% বেশি ভোট দিলেন মহিলারা
২০২৩ রাজ্য বিধানসভার হাইভোল্টেজ নির্বাচনে এবার উল্লেখযোগ্যভাবে মহিলাদের ভোটদানের হার সবথেকে বেশি, যা বেশ তৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পুরুষদের টেক্কা দিয়ে এবার বেশি সংখ্যক মহিলা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটের তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা হলো ২৮ লক্ষ ১৪ হাজার ৫৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ লক্ষ ১৫ হাজার ২৩৩ জন এবং মহিলা ভোটার ১৩ লক্ষ ৯৯ হাজার ২৮৯ জন।মহিলাদের চাইতে পুরুষ ভোটারের সংখ্যা খুবএকটা বেশি নয়। মাত্র ১৬ হাজার। কিন্তু ভোট প্রদানের ক্ষেত্রে মহিলারা ছিল অনেকটাই এগিয়ে। নির্বাচন দপ্তরের সর্বশেষ ঘোষিত তথ্য অনুযায়ী পুরষদের চাইতে তিন শতাংশ বেশি মহিলা ভোট প্রদান করেছেন। পরিসংখ্যান অনুযায়ী পুরুষদের ভোটের হার ছিল প্রায় ৮৭ শতাংশ। অন্যদিকে, মহিলাদের ভোটের হার হচ্ছে ৯০ শতাংশ। রাজ্যে এবার তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৬২ জন।এদের মধ্যে ৪২ জন ভোট দিয়েছেন।রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে গড়ে যে কেন্দ্রগুলিতে ৯০ শতাংশের উপরে মহিলাদের ভোট পড়েছে সেই কেন্দ্রগুলি হল মোহনপুর (৯১.৪৫%), বামুটিয়া-(৯১.২৮%), মজলিশপুর (৯২.৪৩%), প্রতাপগড় (৯০.৬৩%), কমলাসাগর (৯২.১৬%), বিশালগড় (৯২.১৪%), গোলাঘাটি (৯০.৫৮%), সূর্যমণিনগর (৯১.৩২%), চড়িলাম (৯০.৬৪%), বক্সনগর (৯১.৭৩%), নেলছড় (৯২.৫১%), সোনামুড়া (৯১.২২%), ধনপুর (৯২.৪৭%), রামচন্দ্রঘাট(৯০.৪১%), খোয়াই(৯২.২৮%),কল্যাণপুর (৯০.৬১%), বাগমা (৯০.৪৭%), মাতাবাড়ি (৯০.৪৪%), কাকড়াবন-শালগড়া (৯০.৬২%), রাজনগর (৯২.৪৫%), বিলোনীয়া(৯২.৪৮%), শান্তিরবাজার(৯১.৯৫%), ঋষ্যমুখ (৯২.৭১%), জোলাইবাড়ি (৯৩.৩১%), মনু (৯৩.৭৬%), সাব্রুম (৯৩.২৬%), অমরপুর (৯১.০২%), করবুক (৯১.৫৭%)। এখন সকলের আগ্রহ হচ্ছে সকলের আগ্রহ মহিলাদের এই তিন শতাংশ ভোট নিয়ে। মহিলাদের এই ভোট কোন্ দিকে গেছে। বাম-কংগ্রেস জোট দাবি করছে মহিলাদের ভোট তাদের পক্ষে গেছে। আবার বিজেপিও দাবি করছে মহিলাদের এই ভোট তাদের পক্ষে গেছে বলে।তবে যে যাই দাবি করুক, ২ মার্চ গণনা হলেই সবকিছু স্পষ্ট হবে। সেই সাথে যাবতীয় জল্পনা কল্পনারও অবসান হয়ে যাবে। এবারের ভোটে আরও একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে। এবার ছাপ্পা ভোটের কোনও অভিযোগ নেই। যা ভোট হয়েছে সবটাই সঠিক। অর্থাৎ একজন একটাই ভোট দিয়েছেন। ফলে ভোটের হারে কোনও জল মেশানো নেই।