সংবাদ প্রতিনিধি খোয়াই ২৩ নভেম্বর, খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি শংকরী দাস বুধবার রাতে পাঁচ খুনের অপরাধীকে ফাঁসিতে ঝুলানোর নির্দেশ দিয়েছেন। অপরাধীর নাম প্রদীপ দেব রায়। তার বাড়ি খোয়াইয়ের লালটিলা গ্রামের শেওরাতলিতে।
এই নিশংস হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছিল ২০২১ সালের ২৬ নভেম্বর রাত আনুমানিক তিনটায়। ঘটনার বিবরণ দিয়ে সরকারি আইনজীবী বিকাশ দেব জানিয়েছেন, ওই এলাকার প্রদীপ দেব রায় রাত আনুমানিক বারোটার দিকে তার ছোট্ট একটি কন্যা সন্তানকে নিজ ঘরেই হত্যা করে এবং তার স্ত্রীকেও হত্যার চেষ্টা চালায়।
স্ত্রীর আত্মচিৎকারে প্রদীপ দেব রায়ের ভাই ঘর থেকে বেরোলে তাকেও শাবল দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই সংবাদ পেয়ে খোয়াই থানা থেকে ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক ঘটনাস্থলে পৌঁছলে প্রদীপ দেব রায় ওই শাবল দিয়েই উনাকে আঘাত করে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে ওই এলাকাতে পুলিশ অফিসারকে নৃশংসভাবে হত্যা করে সে। এই ঘটনার পরেই প্রদীপ দেব রায় লালটিলা রাস্তায় ছুটে যায় এবং সেখানে আরও দুই পথচারীকে গাড়ি থেকে নামিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে প্রদীপ দেব রায়কে লালটিলা রাস্তা থেকে গ্রেপ্তার করলে সে বেশ কিছুদিন পাগলের রূপ ধারণ করে বসে থাকে।
একাধিক নৃশংস ভাবে হত্যার অভিযোগে পুলিশ প্রদীপ দেব রায়কে ৩০২ ধারায় গ্রেপ্তার করেছিল। এই মামলায় মোট ২৮ জন আদালতে সাক্ষী দিয়েছেন। এই মামলার তদন্তকারী অফিসার তথা মহকুমা পুলিশ আধিকারিক প্রদীপ দেব রায়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। সেই চার্জশিট ভিত্তিতে আদালতে চলে বিচার প্রক্রিয়া। অবশেষে বুধবার আদালতের বিচারপতি শংকরী দাস অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। আদালতের বিচারপতি শংকরী দাস প্রদীপ দেববায়কে আরো দুজনকে হত্যার চেষ্টার অভিযোগে দশ বছরের জেল এবং পাঁচজনকে নিশংসভাবে হত্যা করার অপরাধে মৃত্যুদণ্ড হিসেবে ফাঁসির নির্দেশ দেন।
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…
কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…
অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…
অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…
অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…