পুলিশ প্রশাসনে রদবদল!
পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল করা হল বৃহস্পতিবার । কেন্দ্রীয় ডেপুটেশন থেকে ফিরে আসা এম রাজা মুরুগানকে এডিজিপি ( ট্রেনিং ) পদে পোস্টিং দেওয়া হয়েছে । আইজিপি ( ট্রেনিং ) জিএস রাওকে আইজিপি ( ক্রাইম অ্যাণ্ড ইন্টিলিজেন্স ) ইউনিটে পাঠানো হয়েছে । আইজিপি ( আইনশৃঙ্খলা ) অরিন্দম নাথকে বদলি করা হয়েছে আইজিপি ( অ্যাডমিনিস্ট্রেশন ) । আইজি ( ল হ্যাণ্ড অর্ডার ) এর পদে আসছেন এল ডারলং । পিটিএ অধ্যক্ষ দিলীপ রায়কে পাঠানো হয়েছে সিআইএটি কমাণ্ডেন্ট পদে । নবদ্বীপ জমাতিয়াকে সিআইএটি কমাণ্ডেটের পদ থেকে এসপি ( এমটিএফ ) পদে বদলি করা হয়েছে । এসপি ( এসবি ) শঙ্কর দেবনাথকে পশ্চিম জেলার এসপি পদে বদলি করা হয়েছে । পশ্চিম জেলার বর্তমান এসপি বি জে রেড্ডিকে পাঠানো হয়েছে সিপাহিজলার এসপি করে । রদবদলের তালিকায় রয়েছে ১৪ জন পুলিশ আধিকারিক ।