অপরাধীদের ধরতে পুলিশকে সাহায্য করেছে কুকুর, সেরকম ঘটনা হামেশাই দেখা যায়।কিন্তু তাই বলে গরু।কখনও শুনেছেন! পুলিশি তল্লাশি অভিযান সফলভাবে শেষ করার জন্য কৃতিত্ব দেওয়া হচ্ছে গরুকে।আর তেমনটাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায়। সেখানে ট্রাফিক আইন ভেঙে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশকে অভাবনীয় সাহায্য করেছে স্থানীয় গরুর দল।তাদের সহায়তাতেই লুকিয়ে থাকা গোপন আস্তানা থেকে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।আসলে হয়েছে কী, উত্তর ক্যারোলিনার বুন পুলিশ ডিপার্টমেন্ট জোশুয়া রাসেল নামে এক ব্যক্তির সন্ধানে তলাশি চালাচ্ছিল।রাসেল নাকি একটি ট্রাফিক সিগনালে আইন ভেঙে নিজের ইচ্ছে মতো ছুটছিল।তাকে ধরতে গাড়ি নিয়ে দীর্ঘক্ষণ তাড়া করেন পুলিশ আধিকারিকরা।কিন্তু সকলের চোখে ধুলো দিয়ে একটি গ্রাম্য খামার এলাকায় ঢুকে পড়ে। সেখানেই এক গোপন আস্তানায় লুকিয়ে পড়েছিল অভিযুক্ত।
তাকে খুঁজতে সেখানে হাজির হয়েছিলেন পুলিশের আধিকারিকরাও।তখনই ওই এলাকায় থাকা একদল গরু অদ্ভুতভাবে পুলিশকে পথ দেখিয়ে নিয়ে যায় রাসেলের লুকিয়ে থাকার জায়গায়।সেখান থেকেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। পুরো ঘটনাটি বুন পুলিশ বিভাগের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করে জানানো হয়। ‘স্পষ্টতই গরুরা চায় না সন্দেহভাজন অপরাধীরা তাদের চারণভূমিতে লুকিয়ে থাকুক। তারা আমাদের অফিসারদের দ্রুত সন্দেহভাজন ওই অপরাধীর লুকিয়ে থাকার জায়গায় পৌঁছে দেয়।গরুগুলি পুলিশকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করেছিল এবং তাদের অনুসরণ করেই আধিকারিকরা অভিযুক্তের লুকিয়ে থাকার জায়গায় পৌঁছে গিয়েছিলেন। নিজেদের জীবন বিপন্ন করে এই কাজ করার জন্য আমরা যেমন আমাদের অফিসার এবং ডেপুটিতে ধন্যবাদ জানাতে চাই তেমনই সাহায্যের জন্য গরুদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই,’ পুলিশ বিভাগের পক্ষ থেকে লেখা হয় ওই ফেসবুক পোস্টে।গরুদের এই অপ্রত্যাশিত সাহায্য পাওয়ার পর পুলিশ বিভাগের তরফে এই বিষয়টি বিবেচনা করে দেখা শুরু হয়েছে।এমনকী, পুলিশ বিভাগে একটি বোভাইন ট্র্যাকিং ইউনিটও তৈরি করার কথা ভাবা হচ্ছে। তবে এর জন্য কয়েকটি বিষয় বিবেচনা করার প্রয়োজন রয়েছে। যেমন, বিভিন্ন ধরনের পুলিশি অভিযানের সঙ্গে গরু কতটা মানিয়ে নিতে পারে, সেটাই এখন যুক্তিতর্কের বিষয়। গরু পালনের খরচ নয়টি কুকুর পালনের খরচের চেয়ে কম।কিন্তু গরুর মতো বড় প্রাণীকে অকুস্থলে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে।
অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…
অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু…
অনলাইন প্রতিনিধি :-বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ…
অনলাইন প্রতিনিধি :-পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের নির্দিষ্ট জায়গায় ভয়াবহ হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।…