ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
পুলিশ শহীদ দিবস!

অনলাইন প্রতিনিধি :-প্রতি বছরের ন্যায় এবছরও শনিবার আগরতলা অরুন্ধতীনগর পুলিশ মাঠে পুলিশ শহীদ দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন, মুখ্যসচিব জে কে সিনহা সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা।

কর্তব্য পালন করতে গিয়ে যেসব পুলিশ কর্মী শহীদ হয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে দাবি করে আরক্ষা প্রশাসন পুলিশকে ধন্যবাদ জানান।