অনলাইন প্রতিনিধি:- কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টে দশদা সিডিপিওর আওতাধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পুষ্টি প্রকল্পে অপুষ্টি খিচুড়ি সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিম্নমানের মেয়াদ উত্তীর্ণ ডাল দিয়ে দশদায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে পুষ্টি প্রকল্পে খিচুড়ি রান্না করে খাওয়ানো হচ্ছে। এতে শিশুদের অসুস্থ হওয়ার আশঙ্কা অনেকটা বেড়ে গেছে। ডালের গুণগতমান না দেখেই শিশুদের পুষ্টি প্রকল্পে খিচুড়ি রান্না করা হচ্ছে। কিন্তু আইসিডিএস। প্রজেক্টের কর্মকর্তা নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। দেখা যাচ্ছে দশদা সিডিপিওর ‘৩৮৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পুষ্টি কর্মসূচির জন্য কাঞ্চনপুর মহকুমার খাদ্য গুদামে সরকারী ডাল মজুদ থাকলেও, দশদা সিডিপিও সরকারী অর্থের অপব্যবহার করে একটি বেসরকারী সংস্থার কাছ থেকে হাজার হাজার কেজি ডাল কিনেছেন। ক্রয় করা ডালগুলি দশদা সিডিপিওর গুদামে মজুদ রয়েছে। সেখানে নিম্নমানের ডালের সঙ্গে চাল মিলিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠানো হচ্ছে। কিন্তু ওই বেসরকারী থেকে কেনা ডাল অত্যন্ত নিম্নমানের এবং মেয়াদ উত্তীর্ণ নষ্ট অভিযোগ। পুষ্টি কর্মসূচিতে এই নিম্নমানের ডাল দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের খিচুড়ি তৈরি করে খাওয়ালে শিশুদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই বিষয়ে এডিসির সিইও সি কে জমাতিয়ার কাছে জানতে চাইলে তিনি কিছুই মন্তব্য করেননি। এদিকে, কাঞ্চনপুর খাদ্য দপ্তরের খাদ্য গুদাম থেকে দশদা সিডিপিও অফিসের দুরত্ব মাত্র বারো কিলোমিটার। এই বারো কিলোমিটার দূরে এক কুইন্টাল চাল পৌঁছে দেওয়ার ভাড়া হলো একশো পঞ্চাশ টাকা। অর্থাৎ একশো কুইন্টাল চালের বারো কিলোমিটারে কেরিং পেমেন্ট দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা। এক লরিতে এই চাল পৌঁছে দেওয়া হয় দুষ্টি প্রকল্পে। অথচ বেসরকারীভাবে একশো কুইন্টাল চালের কেরিং বিল হলো সর্বোচ্চ চার থেকে পাঁচ হাজার টাকা। কোনও ধরনের দরপত্র আহ্বান না করে একটি ভুয়া সংস্থাকে নজিরবিহীনভাবে প্রতি লরি দশ হাজার টাকা বেশি দেওয়া হচ্ছে। এইভাবে কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টের পুষ্টি প্রকল্পের সামগ্রী কেরিং বাবদ দশদা সিডিপিও অফিসে লক্ষ লক্ষ টাকার নয়ছয় বাণিজ্য চলছে। জেলা পরিষদের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী সদস্য ডলি রিয়াং এবং রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়ের গোচরে পুরো বিষয়টি থাকলেও রহস্যজনকভাবে তারা নীরব। তাছাড়া এডিসি এবং রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কর্মকর্তারা এই অনিয়মের বিরুদ্ধে কোনও ধরনের পদক্ষেপ না নেওয়ায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া কিভাবে কোনও ধরনের দরপত্র আহ্বান না করে লক্ষ লক্ষ টাকার কেরিংয়ের ওয়ার্ক অর্ডার সরাসরি দেওয়া হচ্ছে সেই প্রশ্নও উঠেছে। এদিকে অভিযোগ উঠেছে, কাঞ্চনপুর মহকুমা খাদ্য দপ্তরের গুদাম থেকে দশদাস্থিত সিডিপিও অফিসের পুষ্টি প্রকল্পের খাদ্য গুদামে চাল যাওয়া পথে, সরাসরি খোলা বাজারে বিক্রির জন্য চলে যাচ্ছে। একটি লোপাট বাণিজ চক্র এই ঘোটালা এবং নজিরবিহীন কেলেঙ্কারির সাথে যুক্ত। শুধু তাই নয়, দেশ যাচ্ছে যেখানে পুষ্টি প্রকল্পে একশো বস্তা ডাল সরবরাহের নির্দেশ আছে, সেখা আশি বস্তা ডালের সাথে কুড়ি বস্তা চাল মিলিয়ে একশো বস্তা ডালের পেমেন্ট নেওয়া হচ্ছে। দশদা সিডিপিও অফিসের পুষ্টি প্রকল্পের খাদ্য গুদামের স্টোর কিপার এই ঘোটালার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
এছাড়াও দশদা সিডিপিওর অধীনে ৩৮৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরকারী নির্দেশনা অনুযায়ী শিশুদের সপ্তাহে তিনটি ডিম দেওয়ার কথা থাকলেও সেখানে একটি ডিম দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে স্বশাসিত সে পরিষদের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের কার্যনির্বাহী সদস্যা ডলি রিয়াংকে মঙ্গলবার এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
অনলাইন প্রতিনিধি :-অনুচ্ছেদ ৩৭০ ধারার মর্যাদা ফেরাতে প্রস্তাব পাশ করে জম্মু ও কাশ্মীর বিধানসভা। ন্যাশনাল…
অনলাইন প্রতিনিধি :-কালী পুজো আসছে,বছর কয়েক আগে পর্যন্ত তা টের পাওয়া যেত লক্ষ্মী পুজোর পর…
বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছিল সেই ২০০০ সালে। তখন কেন্দ্রে বিজেপি সরকার।অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী।এর সঙ্গে আরও…
অনলাইন প্রতিনিধি :-ফের মার্কিন মসনদের দখল নিলেন ডোনাল্ড ট্রাম্প। 'বুধবার ফ্লরিডার পাম বিচে বিজয়ী ভাষণে'…
প্রশ্ন বিবিধ।অথচ উত্তর অজানা।কারণ, উত্তরদাতা মৌন।রাজনীতির আঙিনায় 'মৌন' শব্দটি শুনলে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিয়েছেন রিপাবলিকান প্রার্থী…