পুষ্পবন্ত ইস্যুতে আরও সরব তিপ্রা মথা, সরগরম রাজনীতি!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পুষ্পবন্ত প্যালেস ইস্যুতে আন্দোলন আরও একপ্রস্থ জোরালো করলো তিপ্রা মথা।বুধবার দলের মহিলা শাখা তিপ্রা ওমেন্স ফেডারেশন রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং ধরনায় বসেছে। আস্তাবলের সামনে থেকে মছিল করে টিডব্লিউএফ কর্মীরা সার্কিট হাউস সংলগ্ন স্থানে যায়। সেখানেই ব্যারিকেড গড়ে মিছিল আটকে দেয় পুলিশ। বিরাট সংখ্যক পুলিশ কর্মী নিয়োগ করা হয় সেখানে। মহিলা পুলিশ কর্মীর সংখ্যাও ছিল উল্লেখনীয়।বেশ কিছুদিন ধরেই পুরনো রাজভবন তথা পুষ্পবন্ত প্যালেস ইস্যুতে সরগরম রাজ্য। এদিন তাতে আরও বাড়তি মাত্রা যোগ করে তিপ্রা মথার মহিলা শাখা।তারা এদিনের চার ঘন্টার গণধরনা থেকে স্পষ্ট বার্তা দেয়, কোনও অবস্থাতেই পুষ্পবন্ত প্যালেসকে পাঁচতারা হোটেল বানাতে দেবেন না।রাজ্য্য সরকারকে তাদের চিন্তাধারা পুনরায় বিচার বিবেচনা করে দেখতেও তারা আবেদন জানান।সেই সাথে জনজাতিদের ভাবাবেগের সাথে খামখেয়ালি করা চলবে না বলেও সতর্ক করে দেওয়া হয়।এদিনের কর্মসূচিতে তিপ্রা মথার মহিলা বিধায়ক, এমডিসিরা ছাড়াও তিপ্রা মথার শীর্ষ নেতৃত্ব ছিলেন। কর্মসূচির বিষয়ে টিটিএডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা বলেন, তাদের দল রাজন্য স্মৃতিবিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাজ গ্রুপের পাঁচতারকা হোটেল বানানোর নীতিগত বিরোধিতা করছে। সরকার এই মর্মে তাদের প্রস্তাব প্রত্যাহার করে নিক। যার প্রেক্ষিতেই এদিন তাদের মহিলা সংগঠন চার ঘন্টার গণ অবস্থান করছে।তিনি বলেন,এই প্রাসাদ শুধুমাত্র একটি জনগোষ্ঠীর ভাবাবেগের সাথে জড়িত নয়, গোটা রাজ্যের মানুষের সেন্টিমেন্টের বিষয় এটি। যার প্রেক্ষিতেই তাদের শাখা সংগঠন ওয়াইটিএফ, টিডব্লিউএফ,টিআইএসএফ একযোগে রাস্তায় নেমেছে। তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্ত বদল করাতে তারা আপ্রাণ চেষ্টা করবেন।
বুধবার পূর্ব ঘোষণা অনুযায়ী এই ঘটনার প্রতিবাদে সরব হয় তিপ্রা মথা দলের মহিলা সংগঠন তিপ্রা ওমেন্স ফেডারেশন।এদিন মহিলা সংগঠনের বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউসের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়। সেখানে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর।সেখানেও নপুলিশের সামনেই চলে তুমুল বিক্ষোভ প্রদর্শন। যতক্ষণ পর্যন্ত না সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করছে ততক্ষণ প্রতিবাদ চলবে বলে স্পষ্ট জানিয়ে দেন নেতৃত্ব। এদিনের এই কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গত ত্রিশ নভেম্বর রাজ্য সরকার পুষ্পবন্ত প্যালেস নিয়ে তাদের পরিকল্পনা প্রকাশ করতেই তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেন।তিনি বলেন, রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবে তা তারা মানতে বাধ্য না।এ ধরনের কোনও চুক্তি তাদের হয়নি।ত্রিপুরায় নির্বাচনের সময় মহারাজাদের নামে ভোট চাইবে, আর উপজাতি আবেগকে সামনে এনে ক্ষমতায় বসবেন, এরপর মহারাজা ও উপজাতি জনসমাজকে ভুলে যাবে তা চলবে না। রাজ্যের রাজন্য স্মৃতি, ইতিহাসকে ব্যবসার জন্য বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া তারা মেনে নেবেন না বলেও তিনি বার্তা দেন। এরপরই রাজ্যজুড়ে শুরু হয়ে যায় তিপ্রা মথার আন্দোলন।

Dainik Digital

Recent Posts

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

13 hours ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

13 hours ago

নিশানায় আদালত!!

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গোটা দেশ এখন তোলপাড় হচ্ছে।আইনের পক্ষ-বিপক্ষ নিয়ে জাতীয় রাজনীতির পারদ এখন…

15 hours ago

ঊনকোটি জেলা হাসপাতালের সিটি স্ক্যান মেশিন অচল, দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-কৈলাসহর ভগবাননগরে অবস্থিত জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা আজও বন্ধ।পক্ষকালের অধিক সময় ধরে…

15 hours ago

শ্রেষ্ঠাংশুর শানদার শতরান ত্রিপুরার সিকিম জয়!!

অনলাইন প্রতিনিধি :-ওপেনার শ্রেষ্ঠাংশু দেবের অপরাজিত শতরান (১৩৭) সৌজন্যে প্রথমবারের মতো গুয়াহাটিতে আয়োজিত বিসিসিআই-র অনূর্ধ্ব…

16 hours ago

পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায়,রাজ্যে ব্যাপক সাড়া, নিজের বিদ্যুৎ নিজেই উৎপাদন করুন: রতন!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা সারা দেশেই ব্যাপক সাড়া ফেলেছে।বর্তমানে পরিস্থিতি এমন জায়গায়…

16 hours ago