পুষ্পবন্ত প্রাসাদে তাজ হোটেল, এডিসি পেলো ২৫৮ কোটি, টাটা তাজ গ্রুপে ২০০ চাকরি: প্রদ্যোত!!

অনলাইন প্রতিনিধি :-রাজধানীর পুষ্পবন্ত প্রাসাদে হচ্ছে তাজ হোটেল। তবে পুষ্পবন্ত প্রাসাদে তাজ হোটেল হলেও এডিসি পাচ্ছে ২৫৮ কোটি টাকা এবং তাজ হোটেল গ্রুপে দুশো চাকরি। রাজ্যের উপজাতি জনসমাজ এবং রাজ পরিবারকে না জানিয়ে পুষ্পবন্ত প্যালেসে তাজ হোটেল গড়ার সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরা সরকার। এরপরই প্রতিবাদে নামে তিপ্রা মথা-উপজাতি জনসমাজ। আর এই প্রতিবাদের জন্যই এডিসি উন্নয়ন বিপুল পরিমাণ আর্থিক সাহায্য এবং চাকরি প্রদানের সিদ্ধান্ত নিলো খোদ রাজ্য সরকার ও টাটা গ্রুপ। তাই আগামীদিনেও ত্রিপাক্ষিক চুক্তির শর্ত পূরণের জন্যও আমাদের একমাত্র পথ হলো গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ আন্দোলন।পুষ্পবন্ত প্যালেসে তাজ হোটেল ইস্যুতে এমনটাই বললেন প্রদ্যোত কিশোর দেববর্মণ।
তিনি বলেন, রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়ন হোক তার বিরোধিতা আমরা করছি না। রাজ্যে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, রাজ পরিবারের ইতিহাস বিকৃতি করে কোন উন্নয়ন হোক তা আমরা মানব না। যা রাজ্যের কমিউনিস্ট সরকার টানা পঁয়ত্রিশ বছর করে গিয়েছে। বামেদের একটাই লক্ষ্য ছিল রাজয়ের য়পরিবারকে আঘাত করা এবং উপজাতি জনসমাজের ইতিহাস বিকৃত করা। বামেরা ত্রিপুরাতে উজ্জয়ন্ত প্যালেসের নাম পরিবর্তন করতে চেয়েছিল। উজ্জয়ন্ত প্যালেসের সামনে স্ট্যাচু বসিয়ে দিল। তবে এ পথে যায়নি রাজ্য সরকার। পুষ্পবন্ত প্রাসাদের বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথেও আমার বৈঠক হয়েছে। এখন এই সিদ্ধান্ত মাধ্যমেই প্রমাণিত হলো ত্রিপুরাতে উপজাতি জনসমাজের আর্থ-সামাজিক উন্নয়ন চায় কেন্দ্র ও রাজ্যের সরকার।
প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন,ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদকে৬ ২৫৮ কোটি টাকা প্রদান করা হচ্ছে।সাথে প্রদান হবে ২০০ চাকরি।এই ২৫৮ কোটি টাকার মধ্যে তেরো কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার এই তেরো কোটি টাকা খুমুলুঙে টাটা স্ট্রাইভ হোটেল ম্যানেজমেন্ট সংস্থার জন্য প্রদান হবে। এই সংস্থা থেকে উত্তীর্ণ ২০০ জন পড়ুয়াদের পুষ্পবন্ত প্রাসাদে এবং তাজ হোটেলে ও টাটা কোম্পানির৬ বিভিন্ন হোটেলে চাকরি প্রদান হবে। এমনকী খুমুলুঙে একটি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গড়ে তুলবে টাটা কোম্পানি ও রাজ্য সরকার। এই হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অর্থ প্রদান করবে টাটা কোম্পানি।
তিনি বলেন, আর বাকি ২৪৫ কোটি টাকা এডিসিকে এখনই প্রদান করবে টাটা গ্রুপ। বর্তমানে এডিসি এলাকায় সাতটি আইটিআই রয়েছে।প্রত্যেকটি আইটিআই-এর মান উন্নয়নে ৩৫ কোটি টাকা করে ২৪৫ কোটি টাকা প্রদান হচ্ছে।এখন আমাদের ভাষার অধিকার, ভূমির অধিকার, শিক্ষার অধিকার, আর্থ-সামাজিক অধিকার, ১২৫তম সংবিধান সংশোধন, চাকরির অধিকার, কৃষির মান উন্নয়ন, অন্ন-বস্ত্র-বাসস্থানের অধিকার, এডিসিকে সরাসরি অর্থ প্রদানের অধিকার৬ আদায়েও আন্দোলন করতে হবে। তবেই আমরা আমাদের অধিকার ফিরে পাব।
তিনি বলেন, টাটা তাজ গ্রুপ পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণ করলেও পুষ্পবন্ত প্রাসাদের নাম পরিবর্তন হবে না। এমনকী মহারাজাদের ও আমাদের ইতিহাসও বিকৃত করা হবে না। শুধু তাই নয়, আমাদের সাথে আলোচনা করে সব সিদ্ধান্ত আগামীদিনে হবে। রাজ্যের উপজাতি জনসমাজের স্বার্থে এই সিদ্ধান্ত৬ নেওয়ার জন্য তিনি রাজ্য সরকার ও টাটা গ্রুপের ভূয়সী প্রশংসা জানান। এভাবেই ত্রিপাক্ষিক চুক্তির সব শর্ত পূরণ করে দেবে দেশের সরকার। তিনি কোনও প্ররোচনায় না পড়ার জন্য সকলকে আহ্বান জানান।