Categories: খেলা

পূর্বোত্তর আন্তঃরাজ্য ব্যাডমিন্টন, রাজ্যদল ঘোষণা

এই খবর শেয়ার করুন (Share this news)

মাঝে আর মাত্র কয়েকদিন । আগামী ৮-১১ সেপ্টেম্বর আগরতলায় পূর্বোত্তর আন্ত : রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে । যার আয়োজন নিয়ে ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফে পুরোদমে প্রস্তুতি চলছে । ২০১১ সালে শেষবারের মতো রাজ্যে আন্ত : রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছিল । দীর্ঘ সময় পর আবার রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এই আসরের আয়োজনের দায়িত্ব পেয়েছে । স্বাগতিক ত্রিপুরা সহ পূর্বোত্তরের আটটি রাজ্য অংশগ্রহণ করবে এই আসরে । এদিকে , আসন্ন এই পূর্বোত্তর আসর উপলক্ষে এনএসআরসিসির ইন্ডোর হলে রাজ্যদলের চূড়ান্ত প্রস্তুতি চলছে । ইতিমধ্যে কুড়িজনের রাজ্যদলও গঠন করা হয়েছে । জানা গেছে , আমবাসা , কাঞ্চনপুর ও কৈলাসহরের একজন করে খেলোয়াড় রয়েছে রাজ্যদলে । বাকিরা সবাই সদরের । মণীশ ভক্তের কোচিংয়ে রাজ্যদলের নিয়মিত অনুশীলন চলছে । লক্ষ্য একটাই ভালো ফলাফল । পূর্বোত্তর এই ব্যাডমিন্টন আসরের বাজেট ধরা হয়েছে ৩৭ লক্ষ টাকা । যার মধ্যে ব্যাডমিন্টন ফেডারেশন অব ইন্ডিয়া দিচ্ছে দশ লক্ষ টাকা । রাজ্য যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের কাছে পাঁচ লক্ষ টাকা চেয়েছে রাজ্য ব্যাডমিন্টন সংস্থা । সেই সাথে ত্রিপুরা ক্রীড়া পর্ষদের কাছেও আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছে । এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সাহায্য নেওয়া হচ্ছে । ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব সঞ্জীব সাহা জানান , এই পূর্বোত্তর আসরে সিনিয়র এবং জুনিয়র দুটো বিভাগে প্রতিযোগিতা হবে । উপমুখ্যমন্ত্রী তথা রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সভাপতি যীষ্ণু দেববর্মণ গোটা বিষয়টি তদারকি করছেন । ত্রিপুরা দলঃ পুরুষ বিভাগে – রীতেশ কোঠারি , সৌম্যদীপ সাহা, মনজিৎ সিং, প্রশান্ত দাস, ডুয়েল চাকমা ও আকাশ সিনহা । মহিলা বিভাগে – রূপশ্রী নাথ, মৈথিলী পাল , সায়ন্তিকা দাস ও আত্মজয়িতা রায়বর্মণ । অনূর্ধ্ব উনিশ ছেলেদের বিভাগে পলাশ কুমার সরকার, সৃজন দাস, এলেক্স দেববর্মা, জয়দেব ঘোষ ও দীপজ্যোতি কুন্ডু । অনূর্ধ্ব সতেরো মেয়েদের বিভাগে- নর্মতা কর্মকার, দেবারতি ভৌমিক, আদৃজা দে, সম্পূর্ণা চৌধুরী ও প্রীতিপর্ণা সাহা ।

Dainik Digital

Recent Posts

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

23 hours ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

24 hours ago

স্মার্টসিটি প্রকল্পের কাজে বন্ধ উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…

24 hours ago

বার্ষিক পরীক্ষার সূচি নিয়ে শিক্ষা দপ্তরের রসিকতায় চরম ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…

24 hours ago

রাজ্যের প্রতীকে স্বীকৃতি কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…

24 hours ago

চূড়ান্ত সীলমোহর পড়বে ১০টি সাংগঠনিক জেলা সভাপতির নামে!!

অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…

1 day ago