পূর্বোত্তর বৈঠক,আজ গুয়াহাটি যাচ্ছে প্রদেশ বিজেপি টিম।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || গুয়াহাটিতে বিজেপির পূর্বাঞ্চলীয় বৈঠকে যোগ দিতে বুধবারই গুয়াহাটি যাচ্ছেন প্রদেশ বিজেপির টিম। আগামী ৬ জুলাইয়ের বৈঠকে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি রাজ্য প্রভারি ডা মহেশ শর্মা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণীন্দ্রনাথ শৰ্মা, বিজেপির উত্তর পূর্বাঞ্চলের সংযোজক সম্বিত পাত্রা যোগ দেবেন। আসন্ন লোকসভা নির্বাচনের লক্ষ্যে বিশেষ রণকৌশল তৈরির লক্ষ্যে বিজেপি হাইকমান্ড গুয়াহাটির অটল ভবনে ওই বৈঠক ডেকেছে। লক্ষ্য একটাই উত্তর পূর্বাঞ্চলের সব কয়টি আসন পদ্ম শিবিরের ঝুলিতে আনা।এই লক্ষ্যে পদ্মশিবির সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে চলেছে। এমনটাই জানিয়েছেন প্রদেশ বিজেপির এক শীর্ষ নেতা। ত্রিপুরার পরিস্থিতি নিয়েও বিস্তৃত পরিসরে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শাসক শিবির সূত্রে জানা গেছে। রাজ্য বিজেপি আগাম প্রস্তুতি নিয়েই গুয়াহাটির বৈঠকে যোগ দিচ্ছে। রাজ্যের সাংগঠনিক অবস্থার পূর্ণাঙ্গ চিত্র গুয়াহাটির বৈঠকে মেলে ধরবেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্যের সামগ্রিক রাজনৈতিক অবস্থা নিয়ে বিজেপি হাইকমান্ড পর্যালোচনা করবে বলে শাসক দল সূত্র জানান। মঙ্গলবারই চারটি রাজ্যের বিজেপি সভাপতি বদল করেছে দলীয় হাইকমান্ড। যতদূর জানা গেছে, অন্যান্য রাজ্যেও সম্ভাব্য পরিবর্তনের লক্ষ্যে আলোচনা হতে পারে। দলকে তৃণমূল স্তর থেকে শক্তিশালী করার লক্ষ্যে সম্ভাব্য যাবতীয় পদক্ষেপ নিয়েই শলা পরামর্শ করেছে পদ্ম শিবির। গুয়াহাটির বৈঠকের পরই চিত্র স্পষ্ট হবে বলে শাসক দলীয় সূত্র জানান।বিরোধীদের কোণঠাসা করতে তিনটি অঞ্চলে ভাগ করে লড়াইয়ে নামছে পদ্মশিবির। উত্তর, দক্ষিণ এবং পূর্বাঞ্চলের জন্য পৃথক কৌশল নিয়েই লোকসভা ভোটের যুদ্ধে নামতে চাইছে তারা। পূর্বের তুলনায় আরও সুসংহত সাংগঠনিক শক্তি নিয়েই বিরোধীদের ধরাশায়ী করতে মরিয়া পদ্মশিবির।এই লক্ষ্য নিয়েই আগামী ৬, ৭ এবং ৮ জুলাই তিনটি পৃথক অঞ্চলের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন বিজেপির রাষ্ট্রীয় নেতারা। বৈঠকে পৌরোহিত্য করবেন বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। বৈঠকে যোগ দিতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতিও। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্ৰদেশ, পাঞ্জাব, চণ্ডীগড়, রাজস্থান, গুজরাট, দমন দিউ দাদরা এবং নগর হাভেলি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লী এবং হরিয়ানাকে উত্তরাঞ্চলে রাখা হয়েছে।দিল্লীতে এই বৈঠক হবে ৭জুলাই।উল্লেখ্য, ৫৪৩ সদস্য বিশিষ্ট লোকসভা ভোটের প্রস্তুতিতে পূর্বাঞ্চলে রাখা হয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরাকে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

বিভিন্ন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে ভারতীয় বিমান সংস্থা!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু…

25 mins ago

সিদুঁরের মধ্যে সীমান্তে পাক সেনার গোলাবর্ষণ, মৃত্যু ৩!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ…

44 mins ago

নয় ঘাটির কোনটায় চলত প্রশিক্ষণ, কোথাও জঙ্গি হাসপাতাল!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের নির্দিষ্ট জায়গায় ভয়াবহ হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।…

1 hour ago

৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে…

3 hours ago

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

16 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

20 hours ago