পৃথিবীর পিতা সূর্য ক্রমশ উজ্জ্বলতর হচ্ছে। খুব ধীরে ধীরে পৃথিবীর কক্ষপথের বাইরে সে প্রসারিত হচ্ছে। সূর্যের ভবিষ্যদ্বাণী নিয়ে বিজ্ঞানীরা আগেই একমত হয়েছিলেন।দ্বিমত ছিল,পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে।এই প্রথম বিজ্ঞান পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে চাক্ষুষ প্রমাণ পেল।মহাকাশে নজর পেতে,এক বিরাট নক্ষত্রকে নিজের গ্রহ গিলে খেতে দেখলেন বিজ্ঞানীরা।এ থেকে বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীকেও অঙ্ক একদিন এ ভাবেই গিলে খাবে তার ছিল নক্ষত্র সূর্য। তবে তার জন্য আরও গেল অন্তত পাঁচশো কোটি বছর অপেক্ষা করবে হবে।১৯২৪ সাল থেকে,যে সময় দেখা ব্রিটিশ গণিতজ্ঞ জেমস জিন্স প্রথম কাছে সূর্যের লাল দৈত্য পর্বের সময় নক্ষত্র পৃথিবীর ভাগ্য বিবেচনা করেছিলেন,তখন বিজ্ঞানীদের একদল দোদুল্যমান থেকে সিদ্ধান্তে পৌঁছয়।এই বছরের শুরুর দিকে দুটি দল বিভিন্ন ধরনের অঙ্ক কষে ইঙ্গিত দেয়,পৃথিবীকে একদিন গিলে নক্ষ খাবে সূর্য।তবে এই গবেষণার এখনও আক পিআর রিভিউ হয়নি।ফলে ওই দুই অঙ্ক মেলার তেমন জুতসই প্রমাণ ছিল না।অবশেষে সেই প্রমাণ পাওয়া গেল। নাসা-সহ আরও কয়েকটি মানমন্দিরের টেলিস্কোপ থেকে পাওয়া দৃশ্য জুড়ে স্পষ্ট বিজ্ঞানীরা দেখলেন,এক গ্রাসে নিজের সবচেয়ে কাছের গ্রহকে গিলে খাচ্ছে ‘বৃদ্ধ’ নক্ষত্র।যে নক্ষত্রের নাম ‘জেডটিএফ এসএলআরএন ২০২০’। মানমন্দির থেকে পাওয়া তথ্য বিশ্বখ্যাত নেচার সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।বিজ্ঞানীদের অঙ্ক বলছে,যে কোনও নক্ষত্রই বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আকারে বাড়ে।স্বাভাবিক নিয়মেই বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রকৃতিগত পরিবর্তনও হয়। কখনও নক্ষত্রের শরীর থেকে বেরিয়ে বাঘ আসা লেলিহান শিখার তেজ বৃদ্ধি পায়।কখনও বাড়ে চৌম্বক ক্ষেত্রের আকর্ষণ। সেই সব পরিবর্তনের প্রভাব যে পড়ে নক্ষত্রের সব চেয়ে কাছে থাকা সাে গ্রহগুলির উপর। বিজ্ঞানীরা বলেছেন,সূর্য বৃদ্ধ হলে তার কোপেও পড়বে সবচেয়ে কাছে থাকা তিনটি গ্রহ যথাক্রমে বুধ, শুক্র এবং পৃথিবী।মঙ্গল অবশ্য প্রথম ধাক্কাটা সামলে গেলেও যেতে পারে। কিন্তু পৃথিবীর পক্ষে সেই ধাক্কা সামাল দেওয়া অসম্ভব।বিজ্ঞানীরা জানিয়েছেন,কাছের গ্রহকে নক্ষত্রের গিলে খাওয়ার মহাজাগতিক ঘটনাটি ঘটেছে পৃথিবী থেকে ১৫ হাজার আলোক বর্ষ দূরে।অর্থাৎ বিজ্ঞানীরা যখন দেখেছেন, ঘটনাটি ঘটেছে তার ১৫ হাজার বছর আগে।যে গ্রহটিকে গিলে খেয়েছে তা পৃথিবীর থেকে তো বটেই,এমনকী সৌর জগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির থেকেও আকারে ৯গুন বড়। যদিও নিজের সূর্যের মোট আয়তনের ১০০০ ভাগের এক ভাগ রাে ছোট ছিল ওই গ্রহটি।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…