পৃথিবীর ভেতরে মিলল আরও এক ধাতব পৃথিবী!

 পৃথিবীর ভেতরে মিলল আরও এক ধাতব পৃথিবী!
এই খবর শেয়ার করুন (Share this news)

পৃথিবীর ভেতরে রয়েছে আরও এক ধাতব পৃথিবী! সম্প্রতি এমনটাই জানা গেল লন্ডনভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ‘নেচার কমিউনিকেশন’এ প্রকাশিত গবেষণায়। পৃথিবীর পেটে বেশ কয়েকটি স্তর রয়েছে। তেমন চারটি স্তরের খজই এতদিন
জানা ছিল বিজ্ঞানীদের।
সাম্প্রতিক গবেষণার
দাবি, চারটি নয় পাঁচটি
স্তর রয়েছে পৃথিবীর
নিচে। শেষ স্তরটি
আসলে একটি ধাতুর
গোলা!
পৃথিবীর গঠন নিয়ে
দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। তারই ফল মিলল
এবার। এতদিন জানা ছিল, পৃথিবীর পৃষ্ঠদেশ ও গর্ভ সব মিলিয়ে মোট চারটি
স্তর। মাটি ও সমুদ্রের জলের স্তর মিলিয়ে পৃথিবীর পিঠ থেকে মোটামুটি ১০০
কিলোমিটার গভীর পর্যন্ত স্তরটির নাম ‘ক্রাস্ট’। এরপরে রয়েছে ম্যান্টল নামের
স্তর যা বেশ পাথুরে।
তৃতীয় স্তর হল ‘আউটার কোর’ অর্থাৎ ম্যাগমার স্তর। এই স্তরটিতে কঠিন
পদার্থনেই, বরং রয়েছে তরল। চতুর্থ অর্থাৎ সবচেয়ে ভেতরে রয়েছে ‘ইনার
কোর’। সেটি অবশ্য কঠিন। গত শতাব্দীর ১৯৩০ সালেই বিজ্ঞানীরা এই চারটি
স্তরের সন্ধান পেয়েছিলেন। এই শতাব্দীতে প্রায় ১০০ বছর পূরণ হওয়ার মুখে
খ�োঁজ মিলল পঞ্চম স্তরটির। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যানবেরার
ভূকম্পন বিশেষজ্ঞ থ্যান সন ফ্যাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘দূরের গ্রহের বাইরের
স্তর সম্পর্কে আমরা যতটা জানি, পৃথিবীর ভেতরটা সম্পর্কে ততটা জানি না!’ কী
জানা যাচ্ছে এই পঞ্চম স্তরের ব্যাপারে? এই গবেষণার সঙ্গে জড়িত বিজ্ঞানীরা
জানাচ্ছেন, পঞ্চম স্তরটি আসলে ধাতুর গোলা। সবচেয়ে উত্তপ্ত এই গোলাটি
৮০০ মাইল বা ১৩৫০ কিলোমিটার চওড়া ও সম্পূর্ণলোহা ও নিকেল দিয়ে
তৈরি। এদিকে পৃথিবী ১২৭৫০ মিটার চওড়া। ১৯৩০ সালে খ�োঁজ মিলেছিল
১৫০০ মাইল বা ২৪০০ কিলোমিটার চওড়া ইনার কোরের। সম্প্রতি দেখা গেল,
তার মধ্যেই রয়েছে ৮০০ মাইল চওড়া পঞ্চম স্তর। এই পঞ্চম স্তরের খ�োঁজ
পেতে বিজ্ঞানীরা সাহায্য নিয়েছেন বিভিন্ন সময়ে হওয়া ভূমিকম্পের। বিভিন্ন
মহাদেশে ভূমিকম্পের নথি ঘেঁটে তথ্য সংগ্রহ করা হয়েছে। সেই তথ্য বিশ্লেষণ
করেই খ�োঁজ মিলেছে এই বিশেষ স্তরটির। ফ্যাম বলেন, ‘আমেরিকা, আলাস্কা ও
ইউরোপের আল্পস পর্বতের বিভিন্ন সময়ের ভূমিকম্প বিশ্লেষণ করে এই খ�োঁজ
মিলেছে।’

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.