পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের পথে তৃতীয় চন্দ্রযান।
ভারতের সময় অনুযায়ী মঙ্গলবার রাত ১২টা বেজে গিয়েছে। পৃথিবীর চারদিকে ঘোরার পালা শেষ করল চন্দ্রযান-৩’ এর। এবার চাঁদের পথে মহাকাশযান। মঙ্গলবার দেশের মহাজাগতিক সংস্থা ইসরো ট্যুইট করে তৃতীয় চন্দ্রযানের অবস্থান জানায়। ইসরো লেখে, ‘পরবর্তী গন্তব্য চাঁদ’।১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দিয়েছে ‘চন্দ্রযান-৩’। পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতেই ক্রমশ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে ইসরোর এই মহাকাশযান। এবার ঘর ছেড়ে চাঁদের পথ ধরতে চলেছে চন্দ্রযান। ট্রান্সলুনার ইঞ্জেকশনের মাধ্যমে চাঁদের কক্ষপথে ছুঁড়ে দেওয়া হবে তাকে। ইসরো জানাচ্ছে, ঘর ছেড়ে বেরনোর সময় এসে গিয়েছে। মঙ্গলবার রাত ১২টায় চাঁদের কক্ষপথের দিকে ঠেলে দেওয়া হয়েছে চন্দ্রযানকে।মোট পাঁচ বার পৃথিবীকে পরিক্রমা শেষে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে চন্দ্রযান-৩। নির্দিষ্ট অবস্থানে এসে চাঁদের দিকে গতিপথ নির্দিষ্ট করবে। এটিই লুনার ট্রান্সফাল ট্রাজেক্টরি। সোমবার পর্যন্ত পৃথিবীর পঞ্চম তথা শেষ কক্ষপথে অবস্থান করছিল চন্দ্রযান-৩। রাত বারোটায় ইঞ্জেক্ট করে তাকে পৃথিবীর কক্ষপথের বাইরে ফেলে দেওয়া হয়েছে। এই সময়টায় উপগ্রহটি একেবারে মহাশূন্যে ভেসে থাকবে। কিন্তু যেহেতু তাকে ‘ইঞ্জেক্ট’ করে দেওয়া হয়েছে তাই তার যাত্রাপথ থেকে সে এক চুলও সরে যেতে পারবে না। মহাশূন্যে ঘুরতে ঘুরতেই চাঁদের কক্ষপথে প্রবেশ করে যাবে চন্দ্রযান-৩।একেবারে অঙ্ক মেনে প্রবেশ করবে চাঁদের কক্ষপথে। বিষয়টি অনেকটা গতি বাড়িয়ে বেরিয়ে যাওয়া। পৃথিবীর চারপাশে ঘুরে কক্ষপথের আয়তন ক্রমশ বাড়িয়ে নেওয়াতেই পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের থেকে সহজে বেরিয়ে যেতে পেরেছে চন্দ্রযান।ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার এবং রোভার।৭০ ডিগ্রি দ্রাঘিমায় অবতরণ করার কথা এই মহাকাশযানের।এই এলাকাটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। এখনও পর্যন্ত যে তিনটি দেশ চাঁদে পা রেখেছে, তাদের কেউই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি। চাঁদের নিরক্ষীয় অঞ্চলের কাছে অবতরণ করেছে তারা। চাঁদের মাটিতে তৃতীয় চন্দ্রযানের ‘সফ্ট ল্যান্ডিং’ অর্থাৎ কোনও রকম ঝাঁকুনি ছাড়া উপগ্রহটি নামবে। দ্বিতীয় চন্দ্রযানের ক্ষেত্রে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। আর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও সচেতন, দক্ষতা দেখিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।চাঁদের মাটিতে ‘সফ্ট ল্যান্ডিং’- এর প্রচেষ্টা হবে ২৩ আগস্ট।