পেট্রোল ডিজেল সহ নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: সুশান্ত!!
অনলাইন প্রতিনিধি :- ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এবং আসন্ন বর্ষায় রাজ্যে যাতে পেট্রোল, ডিজেল, আলু, পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় কোনো জিনিসপত্রের সংকট সৃষ্টি না হয় এনিয়ে শুক্রবার বিভিন্ন স্তরে ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছেন খাদ্য, পরিবহণ ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।শ্রী চৌধুরীর সাংবাদিকদের জানান, বর্তমানে রাজ্যে পেট্রোল-ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পর্যাপ্ত মজুত রয়েছে।রাজ্যে পেট্রোল-ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকট নিয়ে অযথা আতংকিত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।শ্রী চৌধুরী জানান, ১লা জুন থেকে বহিঃরাজ্যের সঙ্গে ত্রিপুরার রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হবে।কৃত্রিম সংকটের অজুহাতে ব্যবসায়ীরা যাতে কোন অবস্থাতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের কালোবাজারি ও মূল্যবৃদ্ধি না করেন তার জন্য ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানান মন্ত্রী।
শ্রীচৌধুরী জানান, প্রশাসন পেট্রোল- ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ ও মজুতের বিষয়ে নিয়মিত নজরদারি রাখছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকটের অজুহাতে বাজারে জিনিসপত্রের দাম বেশি-নিলে প্রশাসনের আধিকারিকরা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে।কোন ব্যবসায়ী যদি আলু, পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি নেয়, এ ব্যাপারে প্রশাসনকে অবহিত করতেও তিনি জনগণের প্রতি অনুরোধ জানান।মানুষ যাতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জিনিসপত্র না ক্রয় করেন এবং নির্ধারিত মূল্য থেকে জিনিসপত্রের বেশি মূল্য নিতে চাইলে প্রতিবাদী হতেও জনগণের প্রতি আহ্বান জানান।উৎসে মূল্যবৃদ্ধির অজুহাত তুলে ব্যবসায়ীরা যাতে আলু পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম বেশি না নিতে পারে তার জন্য প্রশাসনের এনফোর্সমেন্ট টিম বাজারগুলিতে।অভিযান জারি রেখেছে।
এদিকে খাদ্য দপ্তর থেকে জানানো হয় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল ঝড়বৃষ্টির কারণে রাজ্যে রেল ও সড়কপথে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর পরিবহণ কিছুটা ব্যাহত হওয়ায় জ্বালানি তেলের সংকট হতে পারে।এই আশঙ্কায় গত দুইদিন ধরে রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে সাধারন জনগণ,বিশেষ করে দ্বিচক্র যান চালকদের জ্বালানি তেল সংগ্রহের জন্য অস্বাভাবিক ভিড় পরিলক্ষিত হয়।এই পরিপ্রেক্ষিতে জনগণের অবগতির জন্য জানানো হয় রাজ্যে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল মজুত রয়েছে।পাশাপাশি,খাদ্য ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীও যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে।তাই এসকল পণ্যসামগ্রীর সংকট নিয়ে জনগণকে অযথা আতঙ্কিত না হতে অনুরোধ জানানো হয়।