পোষ্যদের জন্য ইউটিউব চ্যানেল খুলে কোটিপতি মার্কিন তরুণ!!
অনলাইন প্রতিনিধি :-বিড়াল, কুকুর এমনকী হ্যামস্টারের (একধরনের ধেড়ে ইঁদুর) জন্য গান বানিয়ে ইন্টারনেটে রীতিমতো ‘সেনশেসন’ হয়ে উঠেছেন মার্কিন প্রবাসী তরুণ আম্মান আহমেদ।এমনিতে ইউটিউব খুললে কুকুর- বিড়ালদের জন্য চ্যানেলের ছড়াছড়ি।কিন্তু আম্মানের বিশেষত্ব হল, তার চ্যানেলে পোষ্যদের ‘খুশি’ রাখতে গান (এবং গানের সুর) বাজানো হয়।দুনিয়া জুড়ে পোষ্যদের গান শুনিয়ে আম্মান আহমেদ আজ কোটিপতি!কুকুর ও বিড়ালদের জন্য তাঁর দুটি ইউটিউব চ্যানেল আছে।এই দুই চ্যানেলের প্রাত্যহিক ‘ভিউ’ মোটামুটি ১০০ কোটির বেশি। এই দুই চ্যানেল থেকেই লাখ লাখ ডলার আয় করছেন তিনি।এ সম্পর্কে ‘ডেইলি মেইল- ‘-কে তিনি জানান, পোষা প্রাণীদের মনিবদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর তিনি প্রাণীদের জন্য সঙ্গীত তৈরির পরিকল্পনা করেন।তিনি দাবি করেন, ‘আমার তৈরি মিউজিক পোষা প্রাণীদের আনন্দে থাকতে সাহায্য করছে।’করোনা-কালে পোষ্যরা স্বাভাবিক ভাবেই বাড়িতে মালিকদের সঙ্গে বেশি সময় কাটাত।কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে, মনিবেরা ফের কাজে ফিরেছেন।শুরুতে মনিবদের থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পোষ্যরা খুব মনমরা হয়ে পড়েছিল।তাদের চাঙ্গা করতেই অভিনব দুই চ্যানেল খোলার পরিকল্পনা করেন আম্মান।তার তৈরি একটি চ্যানেলের নাম ‘রিলাক্সমাইডগ’ এবং অন্যটির নাম ‘রিল্যাক্সমাইক্যাট’।প্রথম
চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় ২০ লাখ এবং দ্বিতীয় চ্যানেলের ৮ লাখ ৭০ হাজার।
আম্মান বলেন,’শুরুর দিকে অনিদ্রায় ভোগেন, এমন ব্যক্তিদের জন্য আমি সঙ্গীত বানানোর কাজ শুরু করেছিলাম।একদিন আমার এক বন্ধু মজা করে বলেছিলেন,কুকুরদের জন্য সঙ্গীত বানানোর চেষ্টা করো। সেই শুরু।’প্রথম দিকে কুকুরদের ক্ষেত্রে কী কাজ করে আর কী কাজ করে না, সেটা বুঝতে আম্মান নানা ধরনের ‘পরীক্ষা-নিরীক্ষা’ চালান।এখন কুকুর ও বিড়ালের জন্য তিনি দুটি চ্যানেলে অসংখ্য গান আপলোড করে চলেছেন। আম্মান বলেন, ‘আমার সৃজন চারপেয়ে শ্রোতাদের বেশ আকৃষ্ট করছে।’আম্মান বলেন, ‘আমরা যখন শুরু করি, তখন এ বিষয়ে খুব বেশি বৈজ্ঞানিক গবেষণা ছিল না।এখন মনে হচ্ছে,আমরা যা করছি,সেটাই কিছুটা কাজের।’আম্মান প্রায় পাঁচ বছর আগে ব্রিটেনে ‘মিউজিক ফর পেটস’ নামের একটি কোম্পানি বানান।পরে প্রাণীদের জন্য তৈরি সঙ্গীত ব্যাপক জনপ্রিয়তা পেলে আমেরিকার একটি মিউজিক কোম্পানি আম্মানের কোম্পানিটি কিনে নেয়।