পোষ্যের প্রতি শিশুর ভালোবাসা দেখে অবাক সকলে!!
অনলাইন প্রতিনিধি :-ওঠ জনি, জনি ওঠনা! কিন্তু জনি যে আর উঠবে না কোনোদিন।থেমে গেছে জনির সেই ভোও ভোও ডাক। জনি বলে ডাক দিলে আর কখনো ছুটে আসবে না এই ছোট্ট বন্ধু। হারানোর কষ্ট সেই বুঝে যে হারায়। সে মানুষ হোক বা পশুপাখি। নিজের ছোট্ট বন্ধুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লো এক ছোট্ট শিশু।সোমবার অভয়নগরে নবনির্মিত প্রাণী হাসপাতাল ও পলি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে, সেখানে প্রাণীদের চিকিৎসা চলাকালীন এমনই এক চিত্র ধরা পড়লো দৈনিক সংবাদের ক্যামেরায়।
যারা নিজেদের ঘরে কুকুর-বেড়াল বা অন্য কোনো প্রাণী পালন করেন, তাদের কাছে এরা শুধু একটি প্রাণী নয়, ওরা সেই পরিবারের সদস্যের মতো হয়ে ওঠে। নিজের পরিবারের সদস্য ও ছোট্ট বন্ধুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে এই ছোট্ট শিশুটি। তার চিৎকারে ভারাক্রান্ত হয়ে ওঠে পশু হাসপাতাল চত্বর।