কাতরাজের রাজীবগান্ধী প্রাণীবিদ্যা উদ্যান এলাকায় এবার পোষ্য কুকুরদের জন্য একটি আলাদা উদ্যান তৈরির সিদ্ধান্ত নিল পুণে পুর নিগম, এই প্রথম শহরে এমন একটি উদ্যান তৈরি হতে চলেছে। পুর নিগমের এক আধিকারিক জানিয়েছেন,কাতরাজ-কোন্দওয়া রোডের কাছে ৩.৫ একর জমিতে এই উদ্যানটি তৈরির জন্য নিগমের তরফে দরপত্র আহ্বান করা হবে ঠিক হয়েছে। নিগমের অতিরিক্ত কমিশনার রবীন্দ্র বীণাওয়াড়ে জানিয়েছেন, এই প্রকল্পের জন্য পুর নিগমের বাজেটে এক কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন পুর কমিশনার। তিনি বলেন,’এই বছরের শেষেই এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে এই প্রকল্পটি পরিচালিত হবে। এই উদ্যানের জন্য আলাদা করে জমি বাছাই করা হবে। নির্ধারিত করা জমিতেই উদ্যানটি তৈরি করা হবে বলে ঠিক হয়েছে।’ রাজীব গান্ধী প্রাণীবিদ্যা উদ্যান (আরজিজেডপি) এলাকার যে জমি নেওয়া হচ্ছে সেখানে আগে কাতরাজ চিড়িয়াখানাটি বাড়ানোর বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু এই জমি লাগোয়া রাস্তা দিয়ে যেহেতু অনেক গাড়ি যাতায়াত করে সেজন্য এখানে এই চিড়িয়াখানা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।ভাবে রাস্তার ধারে চিড়িয়াখানা থাকলে গাড়ির আওয়াজে পশুদের অসুবিধা হবে। সেই কারণেই এখানে চিড়িয়াখানা বাড়ানোর প্রকল্পটির বাস্তবায়ন করা যাবে না। এরপরেই এখানে এই পোষ্য কুকুরদের উদ্যানের জন্য জমিটি ব্যবহারের অনুমতি চাওয়া হলে আরজিজেডপি-র তরফে আর কোনও আপত্তি করা হয়নি।
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমানকে নামালো ভারত। একদিনেই ৫টি যুদ্ধবিমানক্র গুলি করে নামাল ভারত।…
অনলাইন প্রতিনিধি :-অ্যাকশনে’ রণতরী আইএনএস INS বিক্রান্ত। এই রণতরি ‘অ্যাটাক’ করে করাচিকে প্রায় জ্বালিয়ে দিয়েছে…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের হেভি ফায়ারিং, ড্রোন অ্যাটাক মোকাবিলা একা হাতেই সামাল দিচ্ছিল ভারতীয় এয়ার ডিভেন্স…
অনলাইন প্রতিনিধি :-প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন তিন বাহিনীর প্রধান। পাশাপাশি বিদেশ…
অনলাইন প্রতিনিধি :-জম্মুর পাশাপাশি জয়সলমীরেও আঘাত হানল দুর্বৃত্ত পাকিস্তান। তবে পাকিস্তানের ৭০টি ড্রোন আক্রমণ করলেও…
অনলাইন প্রতিনিধি :-জম্মু এয়ারপোর্ট আক্রমণ করে পাকসেনারা। জম্মুর সড়কেও ফেলা হয় বোম। জম্মুর আকাশে হানাদার…